শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
রাষ্ট্রপতির ছেলে রনির পাবনায় আগমন উপলক্ষ্যে জমকালো সংবর্ধনা

রাষ্ট্রপতির ছেলে রনির পাবনায় আগমন উপলক্ষ্যে জমকালো সংবর্ধনা

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য, আমরা ক’জন মুজিব সেনার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও মহামান্য রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি সোমবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা থেকে পাবনায় আগমন করেন।

এ উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত ও জেলা ছাত্র লীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টির নেতৃত্বে পাবনা মনসুরাবাদ উপশহর থেকে শত শত গাড়ির বহরে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে তাকে অভ্যর্থনা জানাতে কাজির হাট ফেরি ঘাটে উপস্থিত হন।

এ সময় নেতা-কর্মীরা রাষ্ট্রপতির এ মহান ছেলকে বরণ করার উদ্দেশ্যে ঘাটে অপেক্ষা করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাট থেকে দুরে নদীতে ফেরিটিকে আসতে দেখাযায়। নেতা কর্মীদের ঘাটে দারিয়ে থাকতে দেখে রনি ফেরির উপরের তলায় গিয়ে হাত নাড়িয়ে সবার অভ্যর্থনা গ্রহন করেন।

বেগম রোকেয়া ফেরিতে দুপুর সোয়া ১টার সময় ঘাটে পৌঁছে ডালা নামিয়ে দিলে দেখা যায় রনি ডালার ওপাড়ে দারিয়ে আছেন আর অপেক্ষা করছেন কখন ডালা খুলবে। নিজ জেলার আপন মানুষদের সাথে দেখা হবে কত আনন্দের বিষয়। আর জেনো তর সইছেনা। ডালা পন্টুনে পড়ার সাথে সাথেই রনি ফেরি থেকে নেমে নেতা কর্মীদের জরিয়ে ধরেন। স্থানীয় আমিনপুর থানার পুলিশ ও তার ২জন গানম্যানকে পেছনে ফেলে রেখে কোনোও প্রোটকল না মেনে সবার মাঝে মিশে যান তিনি। আজ মায়ের ছেলে নিজ মাটিতে ফিরে এসেছেন। এখন কোনও প্রোটকল নয় শুধু মাটির গন্ধ নেবো। এসময় নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তাদের নেতাকে বরণ করে নেন।

তিনি পন্টুন থেকে কাজিরহাট ফেরি ঘাটের প্রধান সড়ক পর্যন্ত প্রায় আধা কিঃমিঃ রাস্তা হেটে আসেন। এসময় চলতে থাকে শ্লোগান। তারপর গাড়িতে উঠে পাবনার দিকে রওয়ানা হন তিনি। রাস্তায় কাশিনাথপুর, চিনাখড়া, আতাইকুলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। পুলিশের একটি গাড়ি এই গাড়ি বহরের সামনে থেকে সাইরেন বাজিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে রনিকে পাবনা নিয়ে আসেন।

বিকাল ৪টায় পাবনা শালগাড়িয়া নিজ বাড়িতে পৈঁছান তিনি।
রনিকে কাজিরহাট ফেরিঘাট থেকে গাড়ি বহরকে সুশুশৃঙ্খল করে পাবনায় আনতে রন্টির নেতৃত্বে আরো ভূমিকা পালন করেন সদর থানা আ.লীগের কার্যকরী সদস্য জাহিদুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খান, যুগ্ন সম্পাদক বাবু শেখ, মহামান্য রাষ্ট্রপতির পরিবারের সদস্য ইমরান খান রানা। এ যাত্রায় অংশ নেন জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।

এদিকে ঈশ্বরদী থেকে গাড়ি বহর নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মোঃ আসিফ হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রলীগ, সাবেক সহ-সভাপতি পাবনা জেলা ছাত্রলীগ। খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশ্বরটি পৌর যুবলীগ। মোহাম্মদ আশিকুল আলম আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগ, সাবেক ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সদস্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions