রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক ঘুরতে গিয়ে আটকা পড়েছে প্রায় ১৫শ পর্যটক ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা
রায়গঞ্জে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে ইউএনও তৃপ্তি কণা মন্ডল

রায়গঞ্জে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে ইউএনও তৃপ্তি কণা মন্ডল

চলনবিল প্রতিনিধি, শামীম উদ্দিন খান: সিরাজগঞ্জের রায়গঞ্জে অধিকার বঞ্চিত অসহায় গণমানুষের কল্যাণে নিবেদিত ভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন ইউএনও তৃপ্তি কণা মন্ডল।

জানা যায়, এই উপজেলার সর্ব প্রথম উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দীন থেকে শুরু করে পর্যায়ক্রমে যতগুলো নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে বেশ ক’জন ইউএনও দক্ষতার সাথে ভালো কাজের মাধ্যমে তাদের অর্পিত দায়িত্ব পালন করে উপজেলাবাসীর মনে ঠাঁই করে নিয়েছেন। এদের মধ্যে গণমানুষের সাথে সবচেয়ে বেশি মিশুক ছিলেন ইউএনও ইকবাল আক্তার। তিনি অনত্র বদলী হলেও তাঁর রেখে যাওয়া নানামুখী উন্নয়নের স্মৃতি গুলো উপজেলাবাসীর মনে স্থান করে নিয়েছে। বর্তমান ইউএনও তৃপ্তি কণা মন্ডল তিনিও একজন দক্ষ উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাঁর নম্র-ভদ্র ও বিনয়ী আচরণের মাধ্যমে অল্প দিনের মধ্যেই তিনিও ইউএনও ইকবাল আক্তারের মতই উপজেলাবাসীর মনে ঠাঁই করে নিয়েছেন। গণমানুষের কল্যানে নানামুখী জনসেবা মূলক কাজের মাধ্যমে উপজেলাবাসীর কাংখিত প্রত্যাশা পূরণে তিনি সফলতা অর্জন করেন। রায়গঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে ০-১ বছর মেয়াদী জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণী পেশার মানুষকে উৎসাহিত করেন। এরই ফলশ্রুতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২য় বারের মতো জেলায় প্রথম স্থান অর্জন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, আমাদের লক্ষ্য একটাই ছিলো, কিভাবে সাধারণ অসহায় মানুষের মাঝে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবচেয়ে সহজভাবে ভোগান্তি ছাড়াই সেবা পৌঁছে দেয়া যায়। এ কারণে জেলার ৯টি উপজেলার মধ্যে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসক তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও সস্মাননা প্রদান করেন।

শ্রেষ্ঠ সস্মাননা পেয়ে তিনি শুধু নিজেই গর্বিত হননি, রায়গঞ্জের সাড়ে ৩ লক্ষ্য মানুষের মুখ উজ্জ্বল করেছেন। তিনি তাঁর ইচ্ছে শক্তি, চিন্তা শক্তি ও মেধা শক্তি কাজ লাগিয়ে সরকারি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে উপজেলাবাসীর কাংখিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছেন। গণমানুষের কল্যানে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন দক্ষ নম্র-ভদ্র ইউএনও হিসেবে এলাকায় তাঁর সুনাম ছড়িয়ে পড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions