শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
পাটগ্রামে একই মুক্তিবার্তায় দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন তদন্তে-মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

পাটগ্রামে একই মুক্তিবার্তায় দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন তদন্তে-মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

পাটগ্রামে একই মুক্তিবার্তায় দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন তদন্তে-মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সহকারী সচিব (গেজেট) আবু হারিস মিয়া অভিযোগের প্রেক্ষিতে পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের তদন্তে এসে বাদী-বিবাদীর সঙ্গে কথা বলেছেন।

রবিবার (২১ এপ্রিল) সকালে সোনালী ব্যাংক পাটগ্রাম শাখায় বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (মৃত)’র স্ত্রী ছামিনা খাতুন’র (৪৫) পূর্বের অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত হয়। পরে সরেজমিনে গিয়েও প্রাথমিকভাবে অভিযোগ তদন্ত করেন আবু হারিস মিয়া’র নেতৃত্বে একটি তদন্ত দল। তিনি জানান, আমরা তদন্তের পাশাপাশি যাবতীয় তথ্যাদি সংগ্রহ করেছি। রিপোর্ট দাখিলের পর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন। তবে পুর্বের একটি ঠিকানা নিয়ে এর আগে উপজেলা নির্বাহী কর্তৃক যে তদন্ত প্রতিবেদন চিঠির মাধ্যমে এসেছে, সে বিষয়ের সঠিকতা নিয়েও তদন্ত হতে পারে বলে তিনি অবগত করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি অবৈধভাবে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (মৃত)’র স্ত্রী ছামিনা খাতুন। তিনি তার অভিযোগ তুলে ধরে জানান, ‘আমার স্বামী একজন ভারতীয় তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা যার ভারতীয় তালিকা নম্বর ৪২৯৩৭। যুদ্ধের সময় তিনি সে সময়কার কালীগঞ্জ থানার আদিতমারীতে বসবাস করতেন। সেখানে তাঁর একজন স্ত্রী এবং দুই সন্তান ছিল। পরে তাঁর (জহির উদ্দিন) সাথে আমার বিয়ে হলে তিনি স্থায়ীভাবে পাটগ্রামের রসুলগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। পরে আমরা ধবলসতীতে স্থায়ীভাবে স্থানান্তরিত হই। প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ায় তাঁর ভারতীয় তালিকার পাশাপাশি বেসামরিক গেজেট নম্বর ১৪০৬ এবং লাল মুক্তিবার্তা ০৩১৪০৩০৩৫৫ নম্বর রয়েছে। যুদ্ধের পর যখন তিনি পাটগ্রামে আসেন তখন কিছুদিন রসুলগঞ্জ
এলাকায় বসবাস করতেন। যে কারণে লাল মুক্তিবার্তায় তাঁর ঠিকানা রসুলগঞ্জ হয় এবং বেসামরিক গেজেট তৈরির সময় তিনি ধবলসতিতে থাকায় গেজেটে তাঁর ঠিকানা ধবলসতি হয়। ২০১২ সালে এ বিষয়ে থানা নির্বাহী কর্মকর্তা তদন্ত করেন এবং তাঁর মতামত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বর্তমানে আমি এবং আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তানেরা ভাগাভাগি করে মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করে আসছি। যার মুক্তিযোদ্ধা নম্বর ০১৫২০০০২১১১। কিন্তু আমার এই এমআইএস নম্বরের বিপরীতে কেবলমাত্র বেসামরিক গেজেট নম্বর ১৪০৬ যুক্ত আছে। ভারতীয় তালিকা কিংবা লাল মুক্তিবার্তা নম্বরের কোনো উল্লেখ না থাকায় আমার স্বামীর লাল মুক্তিবার্তা নম্বর ০৩১৪০৩০৩৫৫ ব্যবহার করে, শুধুমাত্র নামের মিল করে ভিন্ন জহির উদ্দিনের সন্তানেরা (৭ ছেলে-মেয়ে) সরকারি ভাতা উত্তোলন করে আসছে। যা সম্পূর্ণরূপে অন্যায় এবং সরকারি অর্থ আত্মসাৎ এর শামিল। এই অবস্থায় আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। সেই সাথে আপনাদের কাছে এই প্রতারণার বিষয়টি জনসমক্ষে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।তবে মোটা অংকের টাকার বিনিময়ে কিছু স্বার্থপরায়ণ মানুষ ভুয়া স্বাক্ষ দিয়ে ভিন্ন ব্যাক্তিকে জহির উদ্দিন সাজিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তাঞ্চলের ইতিহাসকে কলঙ্কিত করেছে যা আমাদের সকলের জন্য লজ্জার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদ এর নেতা জানান কিছু সংখ্যক প্রকৃত মুক্তিযোদ্ধার ছত্রছায়ায় দেশ স্বাধীনের ৫৩ বছর পড়েও এই ধরনে ভুয়া মুক্তিযোদ্ধার দৌড়াত্ব বাড়ছে। এখনই এদের থামানো না গেলে দেশে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস প্রশ্নবিদ্ধ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions