শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
পলাশবা‌ড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে ব্যাহত হ‌চ্ছে স্বাস্থ্যসেবা

পলাশবা‌ড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে ব্যাহত হ‌চ্ছে স্বাস্থ্যসেবা

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবা‌ড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংক‌টে স্বাস্থ‌্য সেবার চরম বেহাল অবস্থা। স্বাস্থ্য কমপ্লেক্সেটিত বি‌শেষ ক‌রে প‌রিস্কার পরিচ্ছন্নতাকর্মী সঙ্কট চর‌মে। মাত্র ৩জন তাও আবার (দুইজন সরকা‌রিভা‌বে নি‌য়োগপ্রাপ্ত ও আউট‌সো‌সিং থে‌কে একজন) প‌রিচ্ছন্নতা কর্মী দি‌য়ে চল‌ছে প‌রিস্কার প‌রিচ্ছন্নতার কাজ। এতে চিকিৎসা সেবা প্রায় ভেঙ্গে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালে ঢুকতেই নাকে লাগবে উৎকট গন্ধ। পানির ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় পানিবাহিত রোগব্যাধি বংশ বিস্তার করছে চিকিৎসা সেবা নিয়ে আসা রোগী ও তাদের স্বজনদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুম প্রায় ব্যবহার অনুপযোগী। ফলে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের চারপাশ ঘিরে গরু, ছাগল আর ময়লা-আবর্জনার স্তূপ। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া প্রতিদিনই শত শত রোগী আসেন এখানে চিকিৎসা সেবা নিতে। পলাশবাড়ী উপজেলার ১‌টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। এ উপজেলার অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। প্রতিদিন স্বল্প আয়ের মানুষেরা এ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে। তাদের চিকিৎসার জন্য একমাত্র ভরসা এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বিগত সময়ে বিভিন্ন কারণে অচলাবস্থা তৈরি হলে বর্তমান স্থানীয় সাংসদ এ‌্যাডঃ উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি এম‌পির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইউএইচএফপিও, আরএমও, চিকিৎসক এবং সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মচারীদের আন্তরিক সেবাদানের প্রচেষ্টায় জনগণের মাঝে আস্থা ফিরে আসছিল। কিন্তু তা আবার বর্তমানে জনবল সংকটের কারণে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। এমন অবস্থায় সেবা নিতে এসে হতে হয় নাজেহাল আর ভর্তি হওয়া রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। পলাশবা‌ড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার এই হাসপাতালটিতে ওয়ার্ডবয়,ক্লিনার, প‌রিচ্ছন্নতা কর্মীর ২০/২১জনের স্থ‌লে মাত্র ৫ জন জন প‌রিচ্ছন্ন কর্মী কাজ কর‌ছে। অত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেগুলো জমে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে করে দূষিত হয়ে পরছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ও আশপাশের পরিবেশ। হাসপাতালের মেইন গে‌টের সামনে সব সময় ভাড়ায় চালিত যানবাহন দিয়ে ভর্তি থাকে। হাসপাতালের ভেতর ঢুকলেও চোখে পড়ে নোংরা, আবর্জনা। টয়লেটগুলো, এমনকি রোগীদের শয্যাও পরিস্কার করা হয় না ঠিকমত। ছয় দিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকা নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক রোগী বলেন, হাসপাতালে দুর্গন্ধে থাকা যায় না। টয়লেট নোংরা, বেড নোংরা। ভর্তি থাকা আরেক রোগী বলেন, ‘আমি দুই দিন ধইরা হাসপাতালে ভর্তি আছি। এ পর্যন্ত একবার ডাক্তার পাইছি, টয়লেটে যাওয়া যায় না গন্ধ, ফ‍্যানগুলো নষ্ট হইয়া আছে, গরমে থাকা যাইতাছে না। সুস্থ হইতাছি নাকি অসুস্থ হইতাছি বুঝতেছিনা।’ এ বিষ‌য়ে সত্যতা স্বীকার ক‌রে আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) ডাঃ রাহাত আল রা‌জিব ব‌লেন, আমা‌দের প‌রিচ্ছন্নতা কর্মীর চরম সংকট আ‌ছি। মাত্র তিজন প‌রিচ্ছন্নকর্মী দি‌য়ে চল‌ছে হাসপাতাল‌টি। যেখা‌নে প‌রিচ্ছন্নকর্মী, ওয়ার্ড-বয় ক্লিনারসহ ২০ জ‌নের অ‌ধিক জনবল থাকার কথা সেখা‌নে মাত্র ৫ জন। এ‌তে স্বাস্থ্যসেবা দি‌তে সমস্যা হ‌চ্ছে। এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইভার অবসর যাওয়ার ফ‌লে ড্রাইভার না থাকায় রোগী আনা নেওয়ার কা‌জে সমস্যা হচ্ছে। এ বিষ‌য়ে পলাশবাড়ী উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ‌নিছুর রহমান ব‌লেন, দীর্ঘ‌দিন থে‌কে ক্লিনার, ওয়ার্ডবয় ও প‌রিচ্ছন্নতাকর্মী সংক‌টে আ‌ছি। উর্ধতন কর্তৃপক্ষ‌কে অবগত ক‌রে‌ছি। আশা ক‌রি দ্রুত সময়ের মধ্যে সমস‌্যার সমাধান হ‌বে। এবিষয়ে পলাশবা‌ড়ী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ব‌লেন, বিষয়‌টি দুঃখজনক, মানুষের চিকিৎসা পেতে দ্রুত জনবল বাড়া‌নো দরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions