শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ডায়াবেটিক হাসপাতাল মোড়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। বুধবার (৬ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোরাম মোওলা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ওই মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপশহরের ৮ নম্বর ব্লকের আব্দুস সামাদের ছেলে মানিক হোসেন (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকসহ তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় ডায়াবেটিক হাসপাতাল মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপরে পড়ে যায়। পরে মোটরসাইকেলসহ পাথরবাহী ১০ চাকার ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এ সময় অন্যদুজন ছিটকে গেলেও মানিককে ট্রাকটি প্রায় ১৫০ গজ পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মানিক নিহত। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি গোরাম মোওলা জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions