শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
ঢাবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। পাশাপাশি তাদের কেন ‘স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় ওই ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন। সাময়িকভাবে বহিষ্কৃতরা হলে তবারক মিয়া, মুরসালিন ফাইয়াজ, ফয়সাল আহমেদ সাকিব এবং জুবায়ের ইবনে হুমায়ুন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কথিত প্রলয় গ্যাংয়ের সঙ্গে জড়িত। এর আগে ৯ নভেম্বর শাহবাগ থানায় করা এক মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীর মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনসালট্যান্ট ডা. রেহেনা আক্তার অভিযোগ করেন, তার ছেলেকে বহিষ্কৃতরাসহ আরও আট দশজন সোহরাওয়ার্দী উদ্যানে দুই ঘণ্টা যাবত শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।

মামলার বিবরণীতে ডা. রেহেনা উল্লেখ করেন, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে বসে মীর আলভী আরসলান বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় তবারক, মুরসালিন, সাকিব, জুবায়ের ও জোবায়ের ইবনে হুমায়ূন সহ বেশ কয়েকজনের একটি দল তাদের হেনস্তা করে ও ভয়ভীতি দেখায়। আলভী প্রতিবাদ করলে তাকে সোহরাওয়ার্দী উদ্যানের নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। রড, লাঠি ও কাঠ দিয়ে তাকে পেটানো হয়। বিবরণী থেকে আরও জানা যায়, তবারক আলভীর পকেটে থাকা ২ হাজার ৫০০ টাকা নিয়ে সরে যান। মুরসালিন আলভীর কাছে থাকা ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। সবশেষে আলভীর ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলে অভিযুক্তরা। গুরুতর অবস্থায় আলভীকে ধানমণ্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে প্রধান আসামি তবারক মিয়াকে পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তার করে সোমবার কোর্টে পাঠিয়েছেন।

এছাড়া, কথিত এই ‘প্রলয় গ্যাং’ নামের গ্রুপটির সদস্যদের চিহ্নিত করতে গত মার্চ মাসে একটি আন্তঃহল তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। সভায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৪৯জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions