শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
গাইবান্ধায় মামলার রেকর্ড না হওয়ার অভিযোগ নির্যাতিতা ইছমতারার

গাইবান্ধায় মামলার রেকর্ড না হওয়ার অভিযোগ নির্যাতিতা ইছমতারার

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের মোঃ ইসমাইল হোসেনের কন্যা মোছাঃ ইছমতারার সঙ্গে আড়াই বছর পূর্বে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি পূর্বপাড়া গ্ৰামের মোঃ মাহফুজ সরকারের পুত্র মোঃ রতন সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পরে একটি পুত্র সন্তান হওয়ার পর যৌতুকের দাবিতে বিনা কারণে অকারনে মাঝে মধ্যেই মারপিট, গালমন্দসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এবিষয়ে গ্ৰামের গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন শালিশ দরবার করে সমাধান করলে ও কিছু দিন পর আবার ও শুরু হয় পূর্বের ন্যায় অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। ক্রমেই নির্যাতন বৃদ্ধি করে একপর্যায়ে স্বামী মোঃ রতন সরকার তার পরিবার থেকে এক বস্ত্রেই ইছমতারাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়।

এজাহার সূত্রে ঘটনার দিন (১০ ফেব্রুয়ারি)বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ইছমতারার বাবার বাড়ি গোবিন্দগঞ্জের মাদারদহ গ্ৰামে উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শালিশ অনুষ্ঠিত হয়। ইছমতারাকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার সময় আবার যৌতুকের দাবিতে মারধর করলে স্বামীর নির্যাতনে আহত অসহায় ইছমতারা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ্য না হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয় এবং থানায় এজাহার দেয় । কিন্তু থানায় এজাহার দেওয়ার ৫ দিনেও মামলা রেকর্ড না হওয়ায় দ্বারে ঘুরছে অসহায় ইছমতারা। পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনা ও বাস্তবায়ন করছেন না বলে অভিযোগ করেছেন বাদীনি ইছমতারা। বাদিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজারউদ্দিন ১৪ ই ফেব্রুয়ারি ২০২৩ এজাহারটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য এসআই রফিকুলকে নির্দেশনা দেন। পরের দিন (১৫ ফেব্রুয়ারি) তারিখে সন্ধ্যায় এসআই রফিকুল ইসলাম ভিকটিম ইছমতারার সঙ্গে সরাসরি কথা বলেন, হাসপাতালে ভিকটিমের ছবি মোবাইলে ধারণ করেন এবং ঘটনা তদন্ত করে সত্যতা পান ।এস আই মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, যৌতুকের দাবিতে মারপিটের ঘটনাটি সঠিক। কিন্তু রহস্যজনক কারণে মামলাটি রেকর্ড না করে আসামীর সঙ্গে সক্ষতা গড়ে তোলার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ।

এ বিষয়ে (১৬ ফেব্রুয়ারি) এস আই মোঃ রফিকুল ইসলাম বাদিনী ও তার পরিবারকে থানায় আসতে বলেন, তারপর গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজারউদ্দিন ও এস আই রফিকুল ইসলাম বাদীনি ইসমাতারা সহ তার পরিবারের সদস্য ও সাক্ষীদের নিকট ঘটনার বিবরণ সঠিক ও সুন্দরভাবে জানার পর রহস্যজনক কারণে বাঁধিনি ও তার পরিবারকে ফিরে দেয় । এ ঘটনায় বাদিনী ইসমতারা বিষয়টি সি সার্কেল ও পুলিশ সুপার মহোদয়ের নিকট অবগত করলে তারা বাদিনীকে মামলা টি রিকর্ডের আশ্বাস প্রদান করেন। এবং ওসি ইজারউদ্দিন ও এস আই রফিকুল ইসলাম কে মামলা টি রেকর্ড করার জন্য তাগিদ দেন। কিন্তু ঘটনার দীর্ঘসময় পেরিয়ে গেলেও মামলা টি রেকর্ড করছেন না গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজারউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি। অপরদিকে যৌতুক লোভী রতন সরকার মোবাইলে বলেন, বউ ছেলের প্রয়োজন নেই আমি বিদেশ য়াওয়ার জন্য পাসপোর্ট করার জন্য চেষ্টা করছি।আসামীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions