শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
ইরাসমাস প্রজেক্টের আওতায় জার্মান বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমঝোতা স্মারক

ইরাসমাস প্রজেক্টের আওতায় জার্মান বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমঝোতা স্মারক

ইবি প্রতিনিধি : জার্মানির ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ইউনিভার্সিটি অফ এপ্লাইড সাইন্স মিথেলসেন (Technische Hochschule Mittelhessen-THM) এর সাথে বাংলাদেশ এবং ভারতের সাতটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ব্যবসায় তথ্যবিদ্যা বিভাগের আইটি নিরাপত্তা ও ডিজিটালাইজেশনের অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ খোন্দকারের পরিচালনায় অনলাইন মিটিং প্লাটফর্মে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশ থেকে ছয়টি এবং ভারতের একটি বিশ্ববিদ্যালয় ইরাসমাস ক-১৭১ প্রজেক্টের নানা সুবিধা গ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বুয়েট, ঢাবি, ইবি, জাবি, যবিপ্রবি এবং ভারতীয় ইনস্টিটিউট ফর ইনফরমেশন টেকনোলজি এলাহাবাদ (আইআইটি এলাহাবাদ)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। তারা হলেন- বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রশাদ মজুমদার, অধ্যাপক ড. লুৎফা আক্তার, অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. শাজাহান, সহযোগী অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্জ, সহযোগী অধ্যাপক ড. আবু লায়েক।

যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, অধ্যাপক  ড. সৈয়দ মোঃ গালিব, সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান। জাবির অধ্যাপক ড. শামীম  কায়সার।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামাল, আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. পরশ চন্দ্র বর্মন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  ড. মইনুল হোসেন।

এসময় স্বাগত বক্তব্যে জার্মান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিয়াস উইলেমস বলেন, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্রকল্পে অংশীদার হিসেবে পেয়ে খুবই খুশি।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রশাদ মজুমদার সমাপনী বক্তব্যে বলেন, এই প্রকল্পের অংশ হতে পারায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন আধুনিক ল্যাব সহযোগিতা পাবে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ইরাসমাস+ ক-১৭১ এর অংশ হওয়ায় বাংলাদেশ এবং ভারতের বিশ্ববিদ্যালয়গুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়গুলোর উপর আগামী তিন বছর জার্মান ইউনিভার্সিটি অফ এপ্লাইড সাইন্স মিথেলসেনে স্নাতক/মাস্টার্স/পিএইচডি/থিসিসে অংশ নিতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions