শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জীবননগরে মানববন্ধন

আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জীবননগরে মানববন্ধন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর বাজারের ইয়ান সু এর স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার সময় জীবননগর পৌরশহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জীবননগর বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় সুধীমহলের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক মাজেদুর রহমান লিটনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌরমেয়র রফিকুল ইসলাম, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দিন, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ কাজী সামসুর রহমান চঞ্চল, সাংবাদিক মহিবুল ইসলাম মুকুল, রাকিবুল ইসলাম, জমশেদ আলম বকুল, শফিকুল ইসলাম, সাংবাদিক ও ব্যবসায়ী মুন্সি খোকন, নিহত আবু সাঈদের পিতা রইস উদ্দিন, নিহত আবু সাঈদের ভাই হাসানসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়ান সু এর মালিক আবু সাঈদকে যেভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে তা সত্যিই লোমহর্ষক ও ন্যাক্কারজনক। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যামকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় ঘটনার আড়াই মাস পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এমনকি যে সব আসামি গ্রেফতার হয়েছে তারাও এখন জামিনে মুক্ত। বিষয়টি জীবননগরবাসীর জন্য একটি সন্দেহপ্রবণ ও লজ্জার বিষয়।’ বক্তারা আরও বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে যদি আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হয় তাহলে কঠোর আন্দোলনসহ আমরা বাজার ধর্মঘটে নামতে বাধ্য হবো।’

উল্লেখ্য, গত ২রা এপ্রিল আবু সাঈদ সেহরি শেষ করে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যায়। কিন্তু পরবর্তীতে সে আর বাসায় ফেরেনি। নিখোঁজের চারদিনের মাথায় গত ৫ই এপ্রিল সকাল ৮ টার দিকে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসুতি পাড়ায় নির্মানাধীন একটি ভবনের লিফটের নিচের অংশ থেকে অর্ধগলিত এবং ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ হতে অজ্ঞাতনামাদের আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত আবু সাঈদের হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে হত্যার রহস্য উদঘাটনে তাঁরা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন। অতিদ্রুত হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামিরা গ্রেফতার হবে বলে তাঁরা আশাবাদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions