রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক ঘুরতে গিয়ে আটকা পড়েছে প্রায় ১৫শ পর্যটক ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা
অনলাইন জুয়ায় আসক্তি বাড়ছে

অনলাইন জুয়ায় আসক্তি বাড়ছে

বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি। ঢাকায় সাত বছর ধরে রিকশা চালান সিদ্দিক মিয়া (৩৮)। ৭ মে রাত ১০টার দিকে রাজধানীর মগবাজারে চায়ের দোকানে বসেছিলেন তিনি। এক হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, অন্য হাতে চায়ের কাপ। চোখ টেলিভিশনের পর্দায়। সিদ্দিকের মতো আরও কয়েক যুবক একই ঢঙে বসে চা খাচ্ছিলেন। তাদের হাতেও মোবাইল। টেলিভিশনে তখন চলছিল আইপিএলের ম্যাচ। গুজরাট টাইটানস বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ ঘিরে অনলাইন জুয়ায় বুঁদ তারা। রিকশাচালক সিদ্দিক বাজি ধরেন মেলবেট’ নামের অ্যাপে। লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে সাড়ে চার হাজার টাকা বাজি ধরেন রিকশাচালক সিদ্দিক। খেলার মাঝপথে সিদ্দিকের কপালে দেখা যায় চিন্তার ভাঁজ। গুজরাটের দেওয়া ২২৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা দারুণ হলেও দ্রুতই পথ হারায় লখনৌ। ম্যাচে ৫৬ রানের বড় ব্যবধানে হেরে যায় লখনৌ। খেলা শেষে সিদ্দিক মিয়া জানান, মেলবেট নামে অনলাইন জুয়ার অ্যাপে প্রায় প্রতিদিন বাজি ধরেন তিনি। মাঝে মাঝে জেতেন। লখনৌ সুপার জায়ান্টস জিতলে ওইদিনও সাড়ে চার হাজার টাকা বাজি ধরে তিনি পেতেন ৫৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ লখনৌ জিতলে মেলবেট থেকে তাকে বাজি ধরা টাকার ১২ দশমিক ৬ গুণ বেশি টাকা দেওয়া হতো। তবে লখনৌ হারায় সিদ্দিককে কোনো লাভ দেবে না মেলবেট। উল্টো বাজির টাকাও নিয়ে নেওয়া হয়। মেলবেট অ্যাপে টাকা ঢোকানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এক ছোট ভাইয়ের কাছে বললে সে টাকা ঢুকিয়ে দেয়। অ্যাপে ৮৫ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর ইচ্ছামতো টাকা ঢুকানো যায়। এ ঘটনার পরদিন মগবাজার বস্তিতে রিকশাচালক সিদ্দিক মিয়ার বাসায় যান এ
প্রতিবেদক। কথা হয় তার স্ত্রী সাবিনা বেগমের সঙ্গে। তিনি জানান, আগে রিকশা চালিয়ে যা আয় হতো, তা থেকে খরচ করার পর সিদ্দিক টাকা এনে স্ত্রীর হাতে দিতেন। দেড় বছর ধরে আগের মতো টাকা এনে দেন না। আগে প্রতিদিন ৫০০- ৬০০ টাকা স্ত্রীর হাতে তুলে দিতেন সিদ্দিক। সেখানে দেড় বছর ধরে ১০০-২০০ টাকা দেন। তিনি। টাকার কথা বললে স্ত্রীকে আজেবাজে কথা শোনান। মাঝে মধ্যে পায়েও হাত তোলেন। রিকশাচালক সিদ্দিকের জুয়া খেলার কথা জানেন কি না, জানতে চাইলে সাবিনা বলেন, “কখনো শুনিনি জুয়া খেলার কথা। প্রায়ই ট্যাকা-পয়সা ধরা নিয়ে কার লগে যেন কথা কয়। ফুটবল-ক্রিকেট খেলার বিষয়েও আলাপ করতে শুনি। সিদ্দিক মিয়ার মতো ঢাকার অলিগলি কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কেউ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে খেলতে পারে এ ধরনের জুয়া। যেকোনো বিশ্বকাপ, ফুটবল, সব ধরনের ফুটবল প্রিমিয়ার লীগ, আইপিএল, বিগ ব্যাশ লীগসহ আন্ত র্জাতিক ওডিআই, টেস্ট ও টি২০ ম্যাচে জুয়া খেলা বেড়ে যায়। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। ২০, ৫০, থেকে লাখ টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে একপর্যায়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। জুয়ার এসব সাইটের অধিকাংশ বিদেশ না থেকে পরিচালিত হলেও বাংলাদেশের এজেন্টরা দায়িত্ব পালন করছে। জুয়ায় বিনিয়োগ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে। মাঝে মাঝে অনলাইন জুয়ার এজেন্ট ও জুয়া পরিচালনাকারীদের ধরলেও একেবারে বন্ধ করা যাচ্ছে না অনলাইন জুয়া। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২০১৯ ও ২০২২ সালে অনলাইনে জুয়া খেলার ৫০৭টি সাইট বন্ধ করে দেয়। তবুও বিকল্প পদ্ধতিতে চলছে অনলাইন জুয়া খেলা । ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল দুনিয়ায় সিল মেরে রাখার মতো এখনো কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। হাজার হাজার জুয়ার সাইট-অ্যাপ, সোশ্যাল মিডিয়া থেকে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করেছি। তাতেও এটি নির্মূল করা অসম্ভব। অনলাইন জুয়া নির্মূল করার জন্য প্রয়োজন জনসচেতনতা। প্রযুক্তির পাশাপাশি সামাজিক আন্দোলন সৃষ্টি করে বন্ধ না করলে অনলাইন জুয়া নির্মূল করা যাবে না। যে নিঃস্ব হওয়ার জন্য জুয়া খেলবে, তাকে নিষেধ করে আপনি কী করবেন? অনুসন্ধানে উঠে এসেছে, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গাড়িচালক, চালকের সহকারী, রেস্টুরেন্টের খাবার পরিবেশক, দোকানদারসহ বিভিন্ন পেশায় জড়িত ও উঠতি বয়সী যুবকরা হরহামেশা জড়িয়ে পড়ছেন এ মরণনেশায়। সেলুন, রিকশা গ্যারেজ, চা-পান-সিগারেট কিংবা রেস্টুরেন্টে কান পাতলেই আইপিএল কিংবা ফুটবল প্রিমিয়ার লীগের জুয়ার কথা শোনা যায় । আইপিএল জুয়া এখন ওপেন সিক্রেট বিষয়। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তিনভাবে জুয়া খেলা হচ্ছে। প্রথমত. একসঙ্গে কোনো দোকান, সেলুন, হোটেল বা ঘরে বসে জুয়া খেলে । এরা বাজির টাকা নগদ হাতে হাতে পরিশোধ করে। দ্বিতীয়ত, বাড়ি, অফিস বা অন্যত্র বসে মোবাইল ফোনের মাধ্যমে পরিচিতদের সঙ্গে বাজি ধরা। তৃতীয়ত অ্যাপের মাধ্যমে। এরা টাকা লেনদেন করে মোবাইল ব্যাংকিংয়ে। এ খেলায় সক্রিয় আছে দালালচক্রও। তারা জুয়াড়িদের পাশে বসে থাকবে, প্রয়োজনে টাকা ধার দেবে। বিনিময়ে পাচ্ছে লভ্যাংশও। প্রতিদিন জুয়া খেলেন বেসরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম। তিনি বনলেন, কৌতূহলবশত দুই বছর আগে অ্যাকাউন্ট খুলি। পরে বিকাশে টাকা জমা করে সরাসরি যে খেলা হয়, সেগুলোতে বাজি ধরতে শুরু করি। খেলতে খেলতে একবার এক লাখ ২০ হাজারের মতো লাভ হয়। পরে তা দিয়ে খেলতে গিয়ে সব টাকা চলে যায় । মাঝে বাজি ধরা বন্ধ করে দিলেও অন্যদের দেখে আবারও শুরু করেছি। এবার অল্প টাকায় খেলছি, অল্প লাভ হচ্ছে। জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিন কে লাভ করছে, আর কে লস খাচ্ছে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ তালিকা দেয় এজেন্টরা। এখানে টাকা খোয়া যাওয়ার কোনো ইস্যু নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions