শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ
IPA ভেরোনার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

IPA ভেরোনার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

IPA ভেরোনার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতঃ

ইতালি থেকে স্টাফ রিপোর্টারঃ গত ১১ অক্টোবর ২০২৪ তারিখে IPA  ভেরোনার ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন বোর্ড ও ভেরোনার ত্রিভেনেটা মিউনিসিপ্যাল পুলিশ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভেরোনা কনফারেন্স রুমে ট্রাফিক পুলিশ অপারেটরদের জন্য একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সের প্রতিপাদ্য বিষয় ছিল “হাইওয়ে কোড সর্বশেষ আইনী খবর” এবং এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভেরোনার স্থানীয় পুলিশের কমান্ডার ড. আলতামুরা লুইগি, A.S.A.P.S. বিষয়ে কথা বলেন ডঃ মিরেলা PONTIGGIA এবং হাইওয়ে কোড নিয়ে বক্তব্য রাখেন ভেরোনা ট্রাফিক পুলিশ বিভাগের প্রথম পরিচালক ড. সিমিওনাটো।
I.P.A (ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন) ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে নির্ধারিত নীতিগুলিকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউনেস্কো এবং এএস (আমেরিকান রাজ্যগুলির সংস্থা) এর সাথে পরামর্শমূলক মর্যাদাসম্পন্ন এনজিও যার মূলনীতি হলো “SERVO PER AMIKECO” (বন্ধুত্বের মাধ্যমে পরিবেশন করা)। I.P.A বর্তমানে ৬৮ টি দেশে এর শাখা রয়েছে এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার সদস্য রয়েছে যার মধ্যে শুধুমাত্র ইউরোপে প্রায় ৩ লাখ।
প্রশিক্ষণ কোর্সে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন Xenia Francesca যিনি পেনিটেনশিয়ারি পুলিশের Fiamme Azzurre গ্রুপের সদস্য এবং, প্যারিস ২০২৪ অলিম্পিকে একটি ব্রোঞ্জ এবং একটি স্বর্ণপদক বিজয়ী।
ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন (I.P.A.) হল একটি নির্দলীয়, অসাম্প্রদায়িক এবং অলাভজনক আন্তর্জাতিক পুলিশ সংস্থা যা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ইউনিয়ন, বন্ধুত্ব এবং সহযোগিতা ছড়িয়ে দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং সহযোগিতামূলক সম্পর্কের বিকাশ এবং শক্তিশালীকরণের পাশাপাশি পেশাদার, বিনোদনমূলক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন আইপিএ সদস্য বিশিষ্ট সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions