শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের বিবেচনায় আসেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এতে অনেকেই পর্তুগিজ সুপারস্টারের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্ত দেখছিলেন। কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে জাতীয় দলে ফিরে পুরনো ঔজ্জ্বল্য দেখাচ্ছেন রোনালদো। জানান দিচ্ছেন ফুরিয়ে যাননি তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিচেনস্টাইনের বিপক্ষে জোড়া গোল করা সিআরসেভেন লুক্সেমবুর্গের জালেও বল পাঠিয়েছেন দু’বার। রোববার রাতে লুক্সেমবুর্গ স্টেডিয়ামে ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে রোনালদোর নৈপুণ্যে পর্তুগাল পায় ৬-০ গোলের বড় জয়। রনের পারফরম্যান্সে মুগ্ধ পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ ম্যাচ শেষে করেন শিষ্যের ভূয়সী প্রশংসা। লুক্সেমবুর্গের মাঠে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোলোৎসবের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদোই। ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। ১৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বের্নার্দো সিলভা। ৩১তম মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর ৭৭ এবং ৮৮তম মিনিটে একটি করে গোল করেন ওটাভিও ও রাফায়েল লিয়াও। আগের ম্যাচে লিচেনস্টাইনের বিপক্ষে খেলতে নেমে সর্বোচ্চ ১৯৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেলেন কুয়েতের বাদের আল-মুতাওয়াকে। রোববার লুক্সেমবুর্গের বিপক্ষে নেমে সেই রেকর্ডটা আরও মজবুত করেন পর্তুগিজ সুপারস্টার। পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের মতে, রোনালদোর অভিজ্ঞতা নবীণদের জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, ‘রোনালদো বিশ্বের ইউনিক খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সে। তার যে অভিজ্ঞতা রয়েছে, তা আমাদের ড্রেসিংরুমের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ মার্টিনেজ বলেন, ‘সব খেলোয়াড়েরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো, রুই প্যাট্রিসিও এবং বের্নার্দো সিলভার মতো খেলোয়াড়দের অভিজ্ঞতা নবীণদের জন্য গুরুত্বপূর্ণ।’ আন্তর্জাতিক বিরতিতে ইউরো বাছাইয়ের দুই ম্যাচে শতভাগ জয় পেয়ে উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘২ ম্যাচ, ২ জয়। লক্ষ্যপূরণ করেছি আমরা। জাতীয় দলের ইতিবাচক শুরুতে অবদান রাখতে পেরে আনন্দিত আমি। এগিয়ে চলো পর্তুগাল।’ আগামী জুনে ইউরো বাছাইয়ের আরও দুই ম্যাচ খেলবে পর্তুগাল। ১৮ই জুন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে রোনালদোরা। ২১শে জুন পর্তুগিজদের আতিথ্য দেবে আইসল্যান্ড। ইউরো বাছাইয়ে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। তিনে থাকা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পয়েন্ট ৩। আইসল্যান্ডের পয়েন্ট, টেবিলের চারে রয়েছে দলটি। এক পয়েন্ট নিয়ে পাঁচে লুক্সেমবুর্গ। তলানিতে থাকা লিচেনস্টাইনের পয়েন্ট শূন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions