শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
চুয়াডাঙ্গায় ফেসবুক গ্রুপের পরিচালকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

চুয়াডাঙ্গায় ফেসবুক গ্রুপের পরিচালকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপের পরিচালকদের (অ্যাডমিন ও মডারেটর) সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আয়োজনে মঙ্গলবার (২১শে নভেম্বর ২০২৩ খ্রি.) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে গুজব ছড়ানো প্রতিরোধ, নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা, সাম্প্রদায়িক, রাজনৈতিক ও অশ্লীল পোস্ট পরিহার, অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা এবং আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি মতবিনিময় সভায় উপস্থিত হতে না পারা অন্যান্য গ্রুপের পরিচালকদের কাছে উপরিউক্ত বার্তা পৌঁছিয়ে দিতে বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ শফিকুর রহমান, সহকারী সাব-ইন্সপেক্টর রজিবুল হক, রমেন কুমার সরকার, চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের পরিচালক আরিফ হাসান, জহিরুল ইসলাম জনি, এম.এ.আর.নয়ন, রেডিও চুয়াডাঙ্গার আফজালুল হক, আব্দুল হাকিম, নেটওয়ার্ক চুয়াডাঙ্গার ফাহিম ফয়সাল মল্লিক, মেহেদী খান, চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী গ্রুপের মশিউর রহমান, হাসিবুল হাসান, প্রিয় শহর চুয়াডাঙ্গার যুবরাজ খান, আমরা গণমাধ্যমকর্মীর রাসেল হেসেন মুন্না এবং চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ গ্রুপের ইশতিয়াক মিজান, দেলোয়ার হোসাইন বাপ্পী, তানভির হাসানসহ অন্যান্য গ্রুপের পরিচালকবৃন্দ। উল্লেখ্য, আর এম ফয়জুর রহমান গত ১৭ই নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পর থেকে তিনি জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে তিনি জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপের পরিচালকদের সাথে মতবিনিময় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions