শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উন্নয়নে মূলধারার প্রতিবন্ধী ব্যাক্তিদের অন্তর্ভুক্তিকরণে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ পরবর্তী অভিজ্ঞতা বর্ণনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল’র আয়োজনে এবং এফসিডিও/ইউকে এইড’র অর্থায়নে প্রকল্প সম্পৃক্ত প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী ও অভিভাবক এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে জানানো হয়, ৫০ জনের মধ্যে ৪৮ জন অর্থাৎ ৯৬% শতাংশ প্রশিক্ষণার্থী আয়মূলক কাজে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে ৪০ জন প্রশিক্ষকের প্রতিষ্ঠানে বেতনভুক্ত কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন। ৮ জন প্রতিবন্ধী ইতিমধ্যে সেচ্ছায় উদ্যোক্তা হিসেবে কাজ করে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলেছেন। প্রতি মাসে এসকল প্রশিক্ষণার্থীদের আয় গড়ে ৩ হাজার টাকা। প্রশিক্ষণ চলাকালিন যে সমস্যাগুলোর সম্মুখীন, তাদের পুরো প্রশিক্ষনের যাত্রা এবং তাদের প্রশিক্ষনের সফলতা এসব বিষয়েও আলোচনা করা হয় সভাটিতে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নগরীর সি এন্ড বি মোড়ে অবস্থিত নানকিং রেস্তোরায় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিভাবান সুবিধাবঞ্চিত অটিস্টিক তরুণ- তরুণীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীরা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশাল এ অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হলে একদিকে যেমন প্রতিবন্ধী ব্যাক্তিগণ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মূলস্রোতধারায় ক্ষমতায়নের সুযোগ পাবেন। দেশে বেকারত্বের হার কমে আসবে।সেই সাথে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং এগুলো দেশের আর্থ- সামাজিক উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম হবে। এভাবে প্রতিবন্ধী সকলেই কর্মদক্ষতায় আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলেও তিনি জানান।

সভাটি এডিডি’র প্রজেক্ট ম্যানেজার দেওয়ান মাহফুজ মওলা’ র সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি মো: মোমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রত্যয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোসা: আতেরা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ- পরিচালক এটিএম গোলাম মাহবুব, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণের বিভাগীয় প্রধান মো: আতিকুর রহমান, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল সহ প্রকল্পে অংশগ্রহণ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions