শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজা জব্দসহ ৩ মাদক কারবারি আটক

পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজা জব্দসহ ৩ মাদক কারবারি আটক

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ জন মাদককারবারি কে ২৪ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের এ তথ্য জানানো হয়।

এ প্রেস কনফারেন্সে এ গাইবান্ধা জেলার পুলিশ সহকারী (সি সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার শুভ্র দেব,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, এসআই (নিঃ) মোঃ আঃ মান্নান,মিজান সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেসকনফারেন্সে আরো জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী পুলিশ ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১.৫৫ ঘটিকায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের অনুমান ২০০ গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু বগুড়া গামী যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০ গাড়ীটি নিয়ে চেকিং করাকালে আসামীগনের হেফাজত হইতে ২৪ কেজি গাঁজা দিয়ে তৈরী তিনটি কয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা, এসআই আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশ আসামীদের মানকদ্রব্য সাজার বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন উক্ত উদ্ধারকৃত গাজাগুলি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের মোঃ আব্দুল আজিজ মিয়া (২৫), পিতা- মোঃ সোলেমান মিয়া, মাতা- আম্বিয়া বেগম এর নিকট হইতে বহন করার জন্য একে অপরের সহায়তায় বর্ণিত গাজা গুলি বাস যোগে বগুড়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট লইয়া যাইতেছিল বলিয়া জানায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা মামলা রুজু হইয়াছে। যাহা পলাশবাড়ী থানার মামলা নং-২৮, তারিখ- ২৬/২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১।

গ্রেফতারকৃতরা হলেন – কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিমরামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে ১। মোঃ জসিম আলী (২২),আলাউদ্দিন মিয়ার ছেলে ২। মোঃ আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সবপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। এর সাথে জড়িত আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions