শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
পলাশবাড়ীতে আরও ১৮০টি গৃহহীন পরিবার পাচ্ছেন জমি ও ঘর

পলাশবাড়ীতে আরও ১৮০টি গৃহহীন পরিবার পাচ্ছেন জমি ও ঘর

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে আরও ১৮০টি ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘরের উদ্ভোধনের মাধ্যমে পলাশবাড়ী উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,রপলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি মঞ্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার
কামরুল হাসান বলেন, বাঙালি জাতির পিতার স্বপ্ন ছিলো এ দেশকে সোনার বাংলায় পরিণত করার। তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছি “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগষ্ট সারাদেশের ন্যায় পলাশবাড়ীতেও চতুর্থ পর্যায়ের ১৮০ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, গৃহনির্মাণ থেকে শুরু করে উপকারভোগী যাচাই-বাছাই কাজে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছে উপজেলা প্রশাসন। একাজে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিদের সার্বিক সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুজিববর্ষ উপলক্ষে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পলাশবাড়ীতে ১৮০টি সহ সারাদেশে একযোগে ২২ হাজারের বেশি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, উপজেলার হোসেনপুর ইউপির চাকলা গ্রামে ১৬টি, লক্ষ্মীপুর ৫টি, চেরেংগা ১৪টি, ডাকেরপাড়া ০৬টি, মেরীরহাট ০৩টি, রামকৃষ্ণপুর ০৬টি, মনোহরপুর ইউপির তালুক ঘোড়াবান্দা ০১টি,খামার বালুয়া ২০টি, বরিশাল ইউপির রামপুরে ৫৪ টি, পলাশবাড়ী পৌরসভার পলাশগাছী ১২টি, গিরিধারীপুর ০৯টি, কাশিয়াবাড়ী ০৬টি, বুজরুক টেংরা ১৫টি, নয় আনা নওদা ০৮টি,বেড়াডাঙ্গা ০৫টিসহ মোট ১৮০ টি ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, আগামী ৯ তারিখে গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং একই সাথে পলাশবাড়ীকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন। ১৮০ জন উপকারভোগীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত পলাশবাড়ীতে ৫৬০ জন সুবিধা ভোগী ভূমি ও গৃহ প্রদান সুবিধা পেয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions