শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
তৃতীয় লিঙ্গের জন্য হবে স্মার্ট কর্মসংস্থান মেলা: আইসিটি প্রতিমন্ত্রী

তৃতীয় লিঙ্গের জন্য হবে স্মার্ট কর্মসংস্থান মেলা: আইসিটি প্রতিমন্ত্রী

পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আইসিট প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কোডার ট্রাস্টের মাধ্যমে ৭২ ঘণ্টার এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী অনিন্দিতা ও রামিসা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয় ২০ জনকে। দ্বিতীয় ব্যাচে এসেন্সিয়াল কম্পিউটার স্কিলস এবং ডিজিটাল মার্কেটিং এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিটি ব্যাচে ২০ জন করে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠঅনে কোডার্স ট্রাস্ট চেয়ারম্যন আজিজ আহমেদ ও সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা সালেহ আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন-বিচার বিভাগ, সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে তৃতীয় লিঙ্গের মানুষ নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রশিক্ষণ পেয়ে এরই মধ্যে তাসনুভা আনান শিশির বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করে তিনি প্রমাণ দিয়েছেন, একটু সুযোগ পেলে তারা যে কোনো নারী-পুরুষ থেকে আরো বেশি অবদান রাখতে পারবে। আজ আমাদের একটাই লক্ষ্য, আগামীতে যেনো কেউ পিছিয়ে পরে না থাকে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মন থেকে, অন্তর থেকে ট্রন্সজেন্ডারদের ভালোবাসেন। তার বড় প্রমাণ তাদেরকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয়া। নাগরিক সনদ পত্রে মায়ের নামের পাশাপাশি লিঙ্গের স্থানে, সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগত ভাবে স্বীকৃতি দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। তিনি তাদেরকে নিজের সন্তান হিসেবে উল্লেখ করেছেন। এটা সমাজের দৃষ্টিভঙ্গী পরিবর্তনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেককে সমান মর্যাদা দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। চিন্তা ও মানসিকতার মিলের কারণে আমরা আগামী ২-৩ মাসের মধ্যে তৃতীয় লিঙ্গের জন্য স্মার্ট জব ফেয়ার করবো। এই ফেয়ারে চাকরিদাতারা অন স্পট চাকরি দেবেন। আর অংশগ্রহণকারীদের দুর্বলতা ধরিয়ে দেয়ার পর তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতেও উদ্যোগ নেই। এরই মধ্যে এমন ১২টি কর্মসংস্থান মেলা করেছি। ৬৪ জেলাতেই করবো। এছাড়াও কোডার্স ট্রাস্ট এর মাধ্যমে ৫৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। তৃতীয় ৫ হাজার তৃতীয় লিঙ্গের মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। এছাড়াও অবহেলিতদের জন্য ২০০০ কোটি টাকা ব্যয়ে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনিউরশিপ প্রকল্প গ্রহণ করা হবে। পলক বলেন, স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে পড়ে থাকবে না। অবহেলিত থাকবে না। বিচ্ছিন্ন থাকবে না। সবাই হবে কর্মদক্ষ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে ছবি তুলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions