শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
সৈয়দপুরে রেলওয়ের জমি দখল, বিক্রয় ও কোয়ার্টার ভেঙে ঘরবাড়ি নির্মাণ চলছেই

সৈয়দপুরে রেলওয়ের জমি দখল, বিক্রয় ও কোয়ার্টার ভেঙে ঘরবাড়ি নির্মাণ চলছেই

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় রেলওেয়ের কোয়ার্টার ভেঙে ভবন নির্মাণ করছেন মিঠু নামের এক বিএনপির নেতা। একই সাথে রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, রেলওয়ের পানির ট্যাংকিও জলাশয় ভরাট করে ঘরবাড়িও দোকানপাট নির্মান কাজ অব্যাহত রয়েছে। ২০২০ সালের পর থেকে ধারাবাহিক ভাবে দখলদারদের দখল কার্যক্রম অব্যাহত থাকলেও রেলওয়ের কোন কর্মকর্তাই তা দেখেও দেখছেন না। রেলওয়ের সুত্র জানায়, ১৮৭০ সালে ১১০ একর জমির ওপর স্থাপিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা।ওই সময় রেলবিভাগের জমির পরিমান ছিল ৭৯৮ দশমিক ৯ একর সম্পত্তি। এর মধ্যে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসের জন্য প্রায় ২০০ একর জমিতে দ্বিতল ভবন ও পাকা আধপাকা কোয়ার্টার নির্মাণ করা হয়। নির্মাণ করা হয় ৩১ টি বাংলো। সাব- বাংলো নির্মান করা হয় ১৩৯ টি ২ কক্ষ বিশিষ্ট বাসা ৭১১ টি ও ১ কক্ষ বিশিষ্ট বাসা নির্মান করা হয় ১ হাজার ৬০৭ টি। এসবের মধ্যে দীর্ঘদিন বরাদ্দ থাকে ৯৭৪ টি ওখালি পড়ে থাকে ১ হাজার ৪৬ টি বাসা।আর ২২৯টি বাসা খালি পড়ে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সূত্রটি আরো জানায়,২০১৬ সাল পর্যন্ত রেলওেয়ের সকল সম্পত্তি ছিল নিজ দখলে। কিন্তু রেলওয়ের কিছু অসাধু উপসহকারী প্রকৌশলীর ঘুষ বানিজ্যের কারনে রেলওয়ের সিংহ ভাগ জমি ও কোয়ার্টার দখলদারদের দখলে চলে গেছে। এর মধ্যে সব চেয়ে বেশি জমি দখল ও কোয়ার্টার ভেঙে ঘরবাড়ি ও বহুতল ভবন নির্মাণ হয়েছে ২০২০ সালের পর থেকে। জানা গেছে, রেলওয়ের জমি দখল ও কোয়ার্টার ভেঙে ঘরবাড়ি নির্মান কারিদের বিরুদ্ধে প্রথমত,বাধা প্রদান করতে হবে, এরপর আইনানুগ ব্যবস্থা নিবেন উপসহকারী প্রকৌশলী।কিন্তু ২০২০ সালের পর থেকে সৈয়দপুর শহরে রেলওয়ের প্রায় শতাধিক কোয়ার্টার ভেঙে ভবন ও পাকা আধপাকা ঘরবাড়ি নির্মান হলেও কোন পদক্ষেপই নেয়া হয়নি। যার ফলে শহরের সাহেব পাড়ায় রেলওয়ের একাধিক দ্বিতল ভবন সংলগ্ন গোডাউন ঘর ও পাকা ঘরবাড়ি নির্মান করা হয়েছে। অফিসার কলোনি এলাকায় রেলওয়ের পানির ট্যাংকি ও জলাশয় ভরাট করে নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে দোকানঘর, ব্যবসা প্রতিষ্ঠান। শহরের প্রধান সড়কের পাশে নির্মান কাজ চলছে একাধিক মার্কেটের। এসবের সবার কাছে থেকে মোটা অংকের অর্থ নেয়া হয়েছে বলে একাধিক মহলের অভিযোগ। স্হানীয়রা বলেন, ২০১৬ সালে উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম তার দায়িত্বে থাকাকালিন সময়ে দখলদরিরা কিছুটা হলেও আতংকে ছিল। কারন তিনি দখল কারিদের অনেক ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছেন, মামলাও করেছেন একাধিক। কিন্তু বর্তমান উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সম্পুর্ণ উল্টো কাজ করছেন। শহরের গার্ড পাড়ার নাহিদা নামের এক নারী জানান, রেলওয়ের ছোট্ট একটি জমিতে দুই রুম বানাতে গেলে শরিদুল ইসলামকে ১৭ হাজার টাকা দিয়েছি। এছাড়া অন্যান্য দখল কারিরা বলেন, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামকে মোটা অংকের অর্থ না দিয়ে কেউই রেলের জমিতে ঘরবাড়ি বা কোয়ার্টার ভেঙে ভবন নির্মাণ করতে পারবেন না। এব্যপারে কথা বলতে চাইলে উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সাংবাদিকের সাথে কোন কথাই বলবেন না বলে জানান। তবে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল রহমান বলেন, এ প্রতিষ্ঠানে সদ্য যোগদান করেছি, ২০২০ সালের পর রেলওয়ের জমি দখল ও কোয়ার্টার ভেঙে ঘরবাড়ি নির্মাণ কারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্হা না নেয়া হলে, বিষয়টি তিনি কঠোরভাবে দেখবেন বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions