শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: সৈয়দপুরে এক মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের নামে খরিদ করা কোটি টাকা মূল্যের জমির মালিকানা নিয়ে আদালতে মামলা থাকা সত্বেও প্রতিপক্ষরা তা দখলের চেষ্টার প্রতিবাদ করে তাতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যায় শহরের উপকন্ঠ বসুনিয়াপাড়ার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঘটনার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বসুনিয়া ও তাঁর পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সমাজসেবী আব্দুল হাই বসুনিয়া, মোস্তাকুর রহমান বসুনিয়া, আব্দুল হাই সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বসুনিয়া বলেন, বিএস রেকর্ডীয় মালিক আবুল হোসেন হাসিবুল্লাহর ওয়ারিশদের কাছ থেকে ২০১২ সালে ৩০৫৭ নম্বর কবলা মূলে জমি কিনে ভোগদখল শুরু করে আসছি। বর্তমানে জিয়াউল হক বাবু নামে এক ব্যবসায়ী আমার কাছে ভাড়া নিয়ে ওই জমিতে খোয়া মাটির ব্যবসা করছেন। পরবর্তী তে চলতি বছর একই ভূমি মালিকের ওয়ারিশদের কাছ থেকে আরো সাড়ে ৯ শতক জমি কবলামূলে ক্রয় করে ওই ব্যবসায়ীকে ভাড়া দেই। তিনি বলেন ওই জমির মালিকানা দাবি করে আফজালুল হক বকুল,জসিম উদ্দিন, সেলিম সরকার জোনাব আলীসহ কয়েকজন প্রায় ৩ মাস আগে আমার ভোগদখলীয় জমি দখলের অপচেষ্টা চালায়। এ ব্যাপারে চলতি বছরের ২৬ এপ্রিল নীলফামারীর আদালতে একটি মামলা করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এছাড়া সে সময় আফজালুল হক বকুল গং ও আদালতে দাগ ও খতিয়ানের সংশোধনী বিষয়ে মামলা করেন বলে সংবাদ সম্মেলনে জানান মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বসুনিয়া। তিনি বলেন আদালতে মামলা চলমান থাকা অবস্থায় শুক্রবার (৭ জুলাই) সকালে সেলিম সরকার, জসিম উদ্দিন, আফজালুল হক বকুলসহ কয়েকজনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় দুই আড়াই’শ দস্যু প্রকৃতির ভাড়াটিয়া লোকজন আমার জমি দখলে নিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করতে থাকে। আমি লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের দেখতে পাই। পরে তাদের বাধা প্রদান করলে তারা আমাকে বলে, এই জমি আমরা জাকির হোসেনের কাছ থেকে সাফ কবলা মূলে খরিদ করেছি। যার দাগ নং হলো ৩৬১১ ও ৩০৫৭। অথচ আমি জমি কিনেছি ৩৬০৫ ও ৩৬০৭ দাগে বলে তাদের জানাই। তারা কোন কিছু না শুনেই উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ, মারপিট ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ সময় আমার আর্তচিৎকারে লোকজন ঘটনাস্থলে এলে আমি তাদের হাত থেকে প্রাণে রক্ষা পাই। তিনি আবেগআপ্লুত হয়ে বলেন বৃহস্পতিবার (৬ জুলাই) একই কায়দায় তারা আমার জমিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গিয়ে আমার ছোট ভাই ফারুক বসুনিয়াকে বেদম মারপিট ও মাথায় লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে সে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ ঝেড়ে তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন উল্টো তাদের পক্ষে অবস্থান নিয়েছে। এমতাবস্থায় আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রতিক্রিয়ায় বলেন, পাকিস্তানীদের হাত থেকে জানমাল রক্ষা করতে ৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আর স্বাধীনতার ৫২ বছরে এসে বীর মুক্তিযোদ্ধার জমি স্বাধীনতা বিরোধীরা দখলের পায়তারা করছে, যা ভাবতে অনেক কষ্ট হচ্ছে। প্রশাসন যদি এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে মানবন্ধনসহ রাজপথে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তাঁরা। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তাদের স্বাক্ষাত না মেলায় কোন মন্তব্য জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions