জাতীয় মানবাধিকার সমিতি নবগঠিত বগুড়া জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নবগঠিত বগুড়া জেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখা অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখা নবনির্বাচিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম (আরমান), সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ এ এস এম রায়হান, অর্থ সম্পাদক, মোঃ ইমাম হোসেন রকি, কার্যনিবাহী সদস্য মোঃ মানিক মিয়া মন্ডল, মোঃ রায়হানুর সিদ্দিক প্রমুখ।
উক্ত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বেশ বেশ কিছু বিষয় এবং আগামী এক মাসের মধ্যে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তরের বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা সভার শেষে কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ-কলামিস্ট জনাব মঞ্জুর হোসেন ঈসা ভাইয়ের প্রেরিত বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির ২০২৩ সালের ক্যালেন্ডার সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
Leave a Reply