রাজশাহীতে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলো প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা
নাঈম হোসেন রাজশাহী : শুক্রবার ( ৩ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় নগরীর বর্ণালীর মোড় এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে কর্মরত প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা ( পিএসএস) এর আয়োজনে শিতার্ত প্রতিবন্ধীসহ প্রায় দুইশত শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ টনি, প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা ( পিএসএস) এর সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগসহ ১০ নং ওয়ার্ডের সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সে-সময় প্রধান অতিথি মো:টনি বলেন আমাদের সকলেরই উচিত এ-সকল মানুষের পাশে দাঁড়ানো। শীতের সময় শুধু কম্বল নয়,নিজ নিজ এলাকার ধনী ব্যক্তিরা যদি চাই নিজ এলাকায় থাকা অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে কোন পরিবারে যদি টাকার অভাবে লেখাপড়া,চিকিৎসা কিংবা খাওয়াদাওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে কিছুটা আর্থিকভাবে সাহায্য করে তাদের এ সকল ছোট সমস্যা গুলো সমাধান করতে পারে।
এবং প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম বলেন আমি নিজেও একজন প্রতিবন্ধী। তা-ও আমি চেষ্টা করি আমার এই সংস্থার মাধ্যমে সকল প্রতিবন্ধী মানুষের পাশে থাকার।
এছাড়াও সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্থতা কামনা করে কম্বল বিতরণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply