লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে জাটকা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে অভিযানে চারজন জেলেকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত।
জরিমানাকৃতরা হলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের ছেলে তুষার (৩০), সানাউল্লাহর ছেলে সায়েম আলী (১৯), টুটুল আলীর ছেলে হাসেম আলী (২৩) সোনাউল্লার ছেলে রোমান ইসলাম (১৯) সোনাউল্লার ছেলে রোমান ইসলাম (১৯)।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, জাটকা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে পরিচালিত অভিযানে চারজন জেলেকে জাটকা আহরণের দায়ে মৎস্য আইনে প্রত্যেককে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ২৫ কেজি জাটকা মাছ তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগীতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এমদাদুল হক ও উপপরিদর্শক নাহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply