শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
৭ উইকেটে জিতে সিরিজ বাঁচালো ভারত

৭ উইকেটে জিতে সিরিজ বাঁচালো ভারত

আমেরিকার ফ্লাইট ধরার আগেই ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। লড়াই করার মতো স্কোর জমা হয়েছিল। কিন্তু সূর্যকুমার যাদবের আগ্রাসী ব্যাটিংয়ে তাদের অপেক্ষায় রাখলো সফরকারীরা। মঙ্গলবার গায়ানার প্রভিডেন্সে তৃতীয় ম্যাচে ৭ উইকেটের দাপট দেখানো জয় পেয়েছে ভারত। তাতে সিরিজে টিকে থাকলো তারা। কুলদীপ যাদবের চমৎকার বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ পথ হারায়। তবে অধিনায়ক রভম্যান পাওয়েলের অপরাজিত ৪০ রানের লড়াকু ইনিংসে স্বাগতিকরা ৫ উইকেটে ১৫৯ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ করে। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ৪২ রান করেন ব্র্যান্ডন কিং। আর পাওয়েল শেষ দিকে ১৯ বলের ক্যামিও ইনিংস খেলেন। আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। তাদের ওপেনার কাইল মায়ার্স ও কিং ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরান। তবে অক্ষর প্যাটেলের স্পিন এই জুটি ভেঙে দেয়। অষ্টম ওভারে ২৫ রানে থামেন মায়ার্স। ডানহাতি ব্যাটার জনসন চার্লসও স্পিনে ধরাশায়ী, ১৪ রানে থামেন কুলদীপের বলে। নিকোলাস পুরান ক্রিজে নেমে এই ভারতীয় স্পিনারকে চার ও ছয় মেরে ১৩ রান তোলেন। কুলদীপ ১৫তম ওভারে পুরান ও থিতু হওয়া ব্যাটার কিংকে ফেরান। ২০ রান করেন পুরান। ১৮তম ওভারে মুকেশ কুমার ৯ রানে শিমরন হেটমায়ারকে আউট করেন। পরের ওভারে রভম্যানের হাত খুলে যায়। আর্শদীপ সিংয়ের ওভারে একাই ১৭ রান তোলেন, দুটি ছয় মেরে। শেষ ওভারে রভম্যান মুকেশকে ছক্কা মেরে দলকে প্রায় একশ ষাটের কাছে নিয়ে যান। প্রথম দুই ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পাওয়া ক্যারিবিয়ানরা বল হাতে চমৎকার শুরু করে। পঞ্চম ওভারে ৩৪ রানের মধ্যে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল (১) ও শুবমান গিল (৬) প্যাভিলিয়নে ফেরেন। অবশ্য উইন্ডিজের ওই স্বস্তি কেড়ে নেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। জিতিয়ে মাঠ ছাড়ার পথে ছিলেন তারা। কিন্তু সূর্যকুমারকে থামতে হয়। ৮৭ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন তিনি। ১০ চার ও ৪ ছয়ে সাজানো ছিল তার ৪৪ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস। তার ফিফটি হয়েছিল মাত্র ২৩ বলে। তিলক টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া ছক্কা মেরে তাকে আক্ষেপে পোড়ান। কারণ তার ওই শটেই জিতে যায় ভারত। ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিলক। ১৫ বলে ২০ রানে খেলছিলেন হার্দিক। ১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে তারা ব্যবধান ২-১ এ কমালো। পরের দুটি ম্যাচ ১২ ও ১৩ আগস্ট আমেরিকার লডারহিলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions