শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
সুইজারল্যান্ডের ৩০ জন পর্যটক নিয়ে মোংলা বন্দ‌রে এসে পৌঁছেছে ভারতীয় পর্যটন জাহাজ এম‌ভি গঙ্গা বিলাস

সুইজারল্যান্ডের ৩০ জন পর্যটক নিয়ে মোংলা বন্দ‌রে এসে পৌঁছেছে ভারতীয় পর্যটন জাহাজ এম‌ভি গঙ্গা বিলাস

সুইজারল্যান্ডের ৩০ জন পর্যটক নিয়ে মোংলা বন্দ‌রে এসে পৌঁছেছে ভারতীয় পর্যটন জাহাজ এম‌ভি গঙ্গা বিলাস

অভ্যর্থনা অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়ে রক্ত দিয়ে তৈরি।

৫০ বছর ধরে এ সম্পর্ক বিদ‍্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এ সম্পর্ক আ‌রও অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশ ভারতের মধ‍্যে ব‍্যবসা-বাণিজ‍্য, শিক্ষা–সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো সম্পর্ক আছে। গঙ্গা বিলাসের এ সফরের মধ‍্য দিয়ে সেই সম্পর্কের রেশ পশ্চিমা দেশেও পৌঁছে গেছে। ধীরে ধীরে তা সমগ্র পৃথিবীতে পৌঁছে যা‌বে। গঙ্গা বিলাস জাহাজের এই সফর বাংলাদেশ-ভারতের বন্ধুত্বকে আরও রঙিন করবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সি‌নিয়র তথ্যস‌চিব মো. জাহাঙ্গীর আলম খান বলেন, পর্যটকবাহী নৌযান এমভি গঙ্গা বিলাস গতকাল শুক্রবার ভারত থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এই জাহাজে আসা সুইজারল্যান্ডের পর্যটকদের খুলনার কয়রা উপজেলার আংটিহারায় অনবোর্ড ইমিগ্রেশন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি জাহাজটি আবার বাংলাদেশের সীমানা অতিক্রম করবে। এমভি গঙ্গা বিলাসের বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাদেশের জলসীমায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৪ দিনের এই সফরে সুইজারল্যান্ডের পর্যটকেরা নৌপথে বাংলাদেশ ভ্রমণ করবেন। পর্যটকেরা আজ বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখবেন। এরপর তাঁরা প্রথমে নৌপথে বরিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাবেন।

এরপর ঢাকা থেকে নৌপথেই টাঙ্গাইল হয়ে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছাবেন। চিলমারী থেকে নৌপথেই তাঁরা ভারতে ফিরে যাবেন।

উল্লেখ্য, বিলাসবহুল গঙ্গা বিলাস ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে। সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি গঙ্গা বিলাসের যাত্রা উদ্বোধন করেন।১৯৭২ সালের প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) অধীনে বাংলাদেশ-ভারত নৌপথে বাণিজ্য শুরু হয়েছিল, যা এখনো কার্যকর র‌য়ে‌ছে। প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রী ও পর্যটকবাহী নৌযান চলাচলের লক্ষ্যে ২০১৫ সালে বাংলাশে-ভারতের মধ্যে কোস্টাল এবং প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  এ ছাড়া সম্প্রতি মোংলা বন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে পণ্যপরিবহন শুরু হয়েছে।

এ কার্যক্রমের মাধ্যমে বাংলা‌দে‌শের বন্ধুপ্রতীম ভার‌তের সঙ্গে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলে মনে করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions