শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
লালমনিরহাটে আনন্দ উৎসবের মাধ্যদিয়ে রথযাত্রা উৎসব পালিত

লালমনিরহাটে আনন্দ উৎসবের মাধ্যদিয়ে রথযাত্রা উৎসব পালিত

আনন্দ উৎসবের মাধ্যদিয়ে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালা ও আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হবে।

মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩ টায় লালমনিরহাট আন্তর্জাতিক শ্রী শ্রী রাধা গিরীধারী জগন্নাথ দেবের (ইসকন) মন্দির (বানিয়ারদিঘি) থেকে কয়েক হাজার দর্শনার্থী নিয়ে রথযাত্রা বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্বজনিন কাচারীবাড়ি দুর্গা মন্দিরে এসে শেষ হয়। সেখানে মাসির বাড়ি ৭দিন থাকবে রথযাত্রা।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এর আগে মঙ্গলবার ভোর থেকে লালমনিরহাট শ্রী শ্রী জগন্নাথ দেবের বানিয়ারদিঘি (ইসকন) মহা কৃষ্ণ প্রেম দাস বৃম্মচারি রথযাত্রার শুভ উদ্বোধন করেন। রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির ৮ দিনের অনুষ্ঠান মালার আয়োজন করেছে। আগামী ২৭ জুন উল্টো রথযাত্রার মধ্যদিয়ে তাদের অনুষ্ঠান শেষ হবে।

লালমনিরহাট শ্রী শ্রী রাধা গিরিধারি মন্দিরের পুরোহিত জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টায় মঙ্গল আরতির মধ্যদিয়ে তাদের অনুষ্ঠানমালা শুরু হয়। সকাল সাড়ে ৭টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রাজবেশে দর্শন, গুরুপূজা ও জগন্নাথ লীলা পাঠ করা হয়। এরপর দুপুরে ভজন কীর্তন, জগন্নাথের মহিমা আলোচনা শেষে বেলা সাড়ে ৩টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথে আরোহন হয়। এরপরেই বের করা হয় ঐতিহ্যবাহী রথযাত্রা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত ইসকন মন্দির ও কালীমাতার মন্দিরে তুলসি আরতি, গৌর আরতি, নৃসিংহ স্তব অনুষ্ঠিত হবে। এছাড়া থাকবে বৈদিক নৃত্য, আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ।

লালমনিরহাট সদর উপজেলা সাপটানা, বাহাদুর, বিডিআর গেট কালীবাড়ি, হয়ে রথযাত্রাটি রাত ৬ টার দিকে রথবাড়ীতে নিয়ে গিয়ে রথের গাড়ি রাখা হবে।

এদিকে রথযাত্রা উপলক্ষে ঐতিহ্যবাহী রথের মেলারও আয়োজন করেছে রথবাড়ী। এলাকায় রাস্তার দুই পাশে সাত দিনের এ মেলার আয়োজন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে এলাকাতেও রাস্তার পাশে বিভিন্ন খেলনার দোকান বসেছে।

রথবাড়ীর রথযাত্রার পরিচালক শ্রীমানপ্রেম দাস ব্রম্মচারির জানান, কোনও রকম খাজনা ছাড়াই আমাদের রথের মেলা চলছে। খুব আনন্দমুখর পরিবেশে আমরা এই উৎসব উদযাপন করছি। দুরদুরান্ত থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ ৩০ হাজারেরও অধীক দর্শন দর্শনার্থী রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে রথযাত্রার পরিচালক শ্রীমানপ্রেম দাস ব্রম্মচারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর মেয়র, মোঃ রেজাউল করিম স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হিরালাল রায়, সহসভাপতি শ্রী সুবল চন্দ্র রায়সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

আগামী ২৭ জুন বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উল্টো রথের যাত্রা দিয়ে এই উৎসব শেষ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions