শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
ভোমরা স্থলবন্দরে রফতানি আয় বেড়েছে ৩০০ কোটি টাকা

ভোমরা স্থলবন্দরে রফতানি আয় বেড়েছে ৩০০ কোটি টাকা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩০০ কোটি টাকা রফতানি আয় বেশি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরবর্তী সময়ে দেশি পণ্যের চাহিদা বাড়ায় রফতানি বেড়েছে। ভোমরা স্থলবন্দর দিয়ে যে পণ্য রফতানি হয়ে থাকে তা হলো- পাটের সুতা, তাঁতের শাড়ি, মশারি নেট, গার্মেন্ট বর্জ্য, মধু, রাইস ব্র্যান্ড অয়েল, মাছ ও বিভিন্ন ধরনের ফুডস সামগ্রী উল্লেখযোগ্য। তবে ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের দাবি, সব ধরনের পণ্য আমদানি করার সুযোগ পেলে রফতানির পাশাপাশি পণ্য আমদানিতেও উল্লেখযোগ্য অবদান রাখা যেত। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছর এ বন্দর দিয়ে ২ লাখ ৬৭ হাজার ১৮৩ টন বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য রফতানি হয়। যার মূল্য ৩ হাজার ২১ কোটি ৪ লাখ ১৫ হাজার ১৫২ টাকা, যা তার আগের অর্থবছরের তুলনায় ২৮২ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৪৫১ টাকা বেশি। সূত্রটি জানায়, ২০২১-২২ অর্থবছরে এ বন্দরে বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয় ২ লাখ ৬২ হাজার ৩১৯ টন, যার রফতানি মূল্য ২ হাজার ৭৩৮ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৭০১ টাকা। ভোমরা স্থলবন্দরের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তার প্রতিষ্ঠান আমদানির পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য রফতানি করে। বিগত ২০২২ অর্থবছরের তুলনায় ২০২৩ অর্থবছরে অন্তত ২০-২৫ শতাংশ পরিমাণ পণ্য রফতানি বেশি হয়েছে তার প্রতিষ্ঠানে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজি নওশাদ দিলওয়ার রাজু জানান, শুধু রফতানি নয় আমদানিতেও ব্যাপক সম্ভাবনা ভোমরা স্থলবন্দর। এ বন্দরে ৭৪টি পণ্য আমদানির অনুমোদন রয়েছে। সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, পণ্য আমদানি-রফতানিতে খুবই সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দর। এ বন্দরের সক্ষমতা বাড়ালে পণ্য আমদানি-রফতানিতে দেশের অন্যান্য বন্দরের চেয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমস ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, পণ্য আমদানি-রফতানিতে কাস্টমসের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রেখে ব্যবসায়ীদের সর্বাত্মক সেবা প্রদান করা হয়। যে কারণে অন্য যেকোনো সময়ের তুলনায় বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রফতানি আয় বেড়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে ভোমরা শুল্ক স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারী আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions