শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
বদলগাছীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ!

বদলগাছীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ!

বদলগাছীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক নওগাঁ থেকে বদলগাছী সড়ক। এই সড়কটিতে যাতায়াত করতে মানুষের ভোগান্তির শেষ ছিল না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে শস্য ভান্ডার খ্যাত এই জেলার বদলগাছী উপজেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। যার ফলশ্রুতিতে শুরু হওয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বদলগাছী অংশটি বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটবে। পাল্টে যাবে এলাকার সড়কের চেহারা এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সওজ নওগাঁর আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের প্রকল্পের বদলগাছী অংশে কীর্তিপুর থেকে বদলগাছী ফতেজঙ্গপুর মাদ্রাসা পর্যন্ত ১১কি.মি সড়কের বাস্তবায়ন করতে দ্রুততার সাথে কাজ চলছে।

প্রকল্পের বদলগাছী অংশে ব্যয় হবে ৬৬ কোটির অধিক টাকা ।
প্রকল্পের বদলগাছী অংশ কীর্তিপুর হতে ফতেজঙ্গপুর মাদ্রাসা পর্যন্ত ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রস্থ ৭.৩০ মিটার, রিজিড পেভমেন্ট ১০.৩০ মিটার, ফোরলেন ২ *৫.৫০ মিটার চওড়া হচ্ছে আঞ্চলিক মহাসড়কটি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান,চারলেন বিশিষ্ট সড়ক প্রশস্ত করণ কাজটির বদলগাছী উপজেলা সদরের বিআরডিবি অফিস থেকে বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তার মোড় পর্যন্ত এই অংশে ঢালাই কাজটি শিডিউল অনুযায়ী গুনগত মান ঠিক রেখে অতিদ্রুততার সাথে এগিয়ে চলছে।

সড়ক প্রশস্তকরণ এ কাজের দায়িত্বপ্রাপ্ত নওগাঁ সওজ বিভাগের উপসহকারি প্রকৌশলী রায়হান মিয়া,কার্যসহকারী বুলেট সহ একাধিক কর্মকর্তারা সার্বক্ষনিক চলমান কাজটি গুরুত্ব সহকারে দেখভাল করছেন।

বদলগাছীর অংশে চলমান কাজের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি শেষ হলে এলাকার সড়ক যোগাযোগে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এই প্রকল্পটি সম্পন্ন হলে বদলগাছীর সড়কের চেহারা পাল্টে যাবে। একটি মহল কাজটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। গুনগত মান বজায় রেখে এবং মালামাল গুলোর গুনগতমান পরীক্ষা করে ম্যানুয়াল অনুযায়ী কাজটি হচ্ছে। জমি অধিগ্রহণ কাজ সঠিক সময়ে শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যই সড়ক প্রশস্ত করণ প্রকল্পের কাজ শেষ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions