শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
পদ্মা সেতুর রেললাইনে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ

পদ্মা সেতুর রেললাইনে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই পাথরবিহীন রেললাইন স্থাপনের নির্মাণযজ্ঞ চলছে রাতদিন। দায়িত্বশীলরা বলছেন, মার্চের মধ্যেই পুরো সেতুতে দ্রুতগতির এই রেললাইন স্থাপন সম্ভব হবে। কাজের অগ্রগতি ৭৩ শতাংশের বেশি।

স্বপ্নজয়ের পদ্মা সেতুর অধিকাংশ রেলপথে এখন ট্রেন চলতে পারছে। ট্র্যাক কারে করেই দুই প্রান্ত দিয়ে স্লিপারসহ অন্যান্য মালামাল সেতুতে সহজে ঢুকতে পারছে। এতে পাথরবিহীন রেললাইন নির্মাণ কাজে পেয়েছে বিশেষ গতি। ওপর তলায় সড়কপথের যানবাহন সচল রেখেই দেশের প্রথম পাথরবিহীন ব্রডগেজ রেললাইন স্থাপন হচ্ছে।

এরই মধ্যে জাজিরা প্রান্তে তিন কিলোমিটারের বেশি এবং মাওয়া প্রান্তে প্রায় দুই কিলোমিটার রেললাইন বসে গেছে। তাই জুনে টার্গেট করলেও আগামী মার্চেই পুরো সেতুতে রেললাইন স্থাপন সম্ভব হবে।

রাজধানী থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতুতে যানবাহন চালু রেখেই নিচ তলায় সূক্ষ্মভাবে টেকসই পাথরবিহীন রেললাইন নির্মাণ। এটি এখন সফলভাবে সম্পন্ন হওয়ার পথে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ বিগ্রেডিয়ার সাঈদ আহমেদ বলেন, পদ্মা নদীতে সেতু নির্মাণ একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। আবার সেই সেতুতে রেল সংযোগ করা আরেকটি চ্যালেঞ্জিং কাজ।

তিনি আরও বলেন, যেকোনো জিনিস তৈরির সময় যেটা টেবিলে করা হয় সেটা যখন বাস্তবে অবগ্রাউন্ডে করা হয় তখন সেটা সেরকমভাবে হয়ে ওঠে না। সেটার জন্য আমাদের প্রথমদিকে কিছুটা সমস্যা ছিল। যেটা আমরা সংশোধন করেছি। সংশোধন করে আমরা কাজটা শুরু করেছি। এখানে আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করেছি। কংক্রিট আনার আগে, প্রেসিং করার সময়, পড়ে প্রতিটা সময় আমরা প্রতিটা বিষয় আমরা টেস্ট করছি, তারপর সেটা ব্যবহার করছি। পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি প্রায় ৭৩ শতাংশ।

পদ্মা রেল সেতু বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। মূল সেতুতে ৬ দশমিক ছয় আট কিলোমিটার রেলপথের ৫ কিলোমিটারেই বসে গেছে রেললাইন তাই এভাবেই সেতুতে চলছে এখন রেলগাড়ি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions