মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বদলগাছীতে প্রস্তুতিমূলক সভা গাংনী অধ্যক্ষ ও এডহক কমিটির সভাপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন। শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে দাশুড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক ঘুরতে গিয়ে আটকা পড়েছে প্রায় ১৫শ পর্যটক ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নানা অনিয়মের দায়ে দুমকীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নানা অনিয়মের দায়ে দুমকীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ বিভিন্ন অনিয়মের দায়ে পটুয়াখালীর দুমকীর লেবুখালি টোল প্লাজা সংলগ্ন ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ এনামুল হক উপস্থিত ছিলেন।

ডাঃ এনামুল হক এই বাংলাদেশকে জানান, নানা অনিয়মের তথ্যের ভিত্তিতে উপজেলার ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। কোন পারমিশন ছাড়াই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনকি জরুরী বিভাগের চিকিৎসকেরও নেই কাংখিত যোগ্যতা।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির ডাক্তারদের চেম্বার বাদে ল্যাব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আমাদের সকল ডকুমেন্টসই আছে। কিন্তু যে পরিচালকের লকারে ওই কাগজপত্রগুলো আটকানো। তাঁর মেয়ে অসুস্থ থাকায় তিনি আজ বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাই ডকুমেন্টসগুলো দেখতে পারিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান বলেন, আমার একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে সেভাবেই ব্যবস্থা নিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions