শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
দুমকিতে কাশবনে শরৎ প্রেমীদের কোলাহল

দুমকিতে কাশবনে শরৎ প্রেমীদের কোলাহল

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ শরৎ শুভ্রতার প্রতীক। কাশফুল পটুয়াখালীর দুমকীতে শরৎ প্রেমীদের মনে ছড়াচ্ছে বিমল আনন্দ। এরইমধ্যে প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে উপজেলার সাতানি গ্রামে বায়তুর রুহুল জামে মসজিদ প্রাঙ্গণ (ভরাটকৃত বালুর মাঠ), পাতাবুনিয়া খাদ্যগুদামের সংরক্ষিত এলাকা ও কদমতলা কলেজ ক্যাম্পাস এখন সাদা সাদা কাশফুলের দখলে। সাদা মেঘের খুনসুটি আর দিগন্তজোড়া কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য দর্শনার্থীদের মন মাতিয়ে দিচ্ছে। আর এ কারণে প্রতি বছরের ন্যায় এবারও স্থানগুলো পরিণত হয়েছে মিলন মেলায়। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকা এলাকা থেকে নানা বয়সের লোকজন।

কেউ কেউ আসছেন স্বপরিবারে আবার কেউবা আসছেন প্রিয়জনকে সাথে নিয়ে। সাদা সাদা ফুলের মুখরিত বনে কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউবা ফুল ছিঁড়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, সুন্দর এ অনুভূতি গুলো কেউ আবার সেলফি বন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন।

প্রতিবছরই শরতের আগমনী এই কাশফুলের বনে মনকে উৎফুল্ল করতে শরৎ প্রেমীদের কোলাহল বাড়ে। থোকা থোকা কাশফুল যেন হাতছানি দিয়ে ডাকছে সবাইকে। কাশবন নিয়ে কথা হয় উপজেলার দুমকি সাতানী গ্রামের নির্মাণাধীন বায়তুর রুহুল মসজিদ প্রাঙ্গণে শিশু রেদোয়ানের (৬) সাথে। সে জানায়, কাশফুল তার খুব ভালো লাগে। বিশেষ করে বাতাসে যখন দোল খায়। তাই সে বাবার সাথে ঘুরতে এসেছে।

সরকারি জনতা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ুয়া জান্নাতুল ফেরদৌসী জানায়, কাশফুল অধিকাংশ মানুষই খুব পছন্দ করে। পড়ালেখার চাপে এমনিতে সময় সুযোগ হয়ে ওঠে না। প্রাইভেট পড়া শেষে বান্ধবীদের সাথে নিয়ে কাশবন দর্শনে এসেছে। সে আরও জানায়, স্নিগ্ধ বিকেলে নরম কাশফুলে হাত বুলিয়ে হাটতে তার ভীষণ ভালো লাগে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, শরতে কাশফুল, নীল আকাশ আর দিগন্তজোড়া সবুজের সমারোহ। শরৎ প্রকৃতি ও কাশফুল গ্রামীণ বাংলার মানুষের এক চিরন্তন সঙ্গী। এটা কাউকে বিমর্ষ করেনা। কাশফুলের সৌন্দর্য আমাদের মনের সৌন্দর্যকে সমৃদ্ধ করে তোলে।

বীর মুক্তিযোদ্ধা মধুসূধন হাওলাদার (অবসরপ্রাপ্ত শিক্ষক) এই বাংলাদেশকে বলেন, বাংলাদেশের ঝকঝকে নীল আকাশ, ঝলমলে সূর্য, অফুরন্ত প্রাণশক্তি এবং সনাতন ধর্মালম্বীদের পুজোর আমেজ নিয়ে আসে শরৎকাল। আর শরৎকে বরণ করে নিতে কাশফুল ফোটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions