শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম ডি বাবুল সি:বিশেষ প্রতিনিধি:- আজ ৯ই-এপ্রিল ২০২৩ রোজ রবিবার ১৭ই রমজান বিকাল ৩ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন মুক্তিযুদ্ধের স্বপক্ষের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে, “পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান লায়ন নুরুল ইসলামের সভাপতিত্বে কার্যকরি সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ আবুল বাশার মজুমদার এবং মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলাম বলেন আমরা সাংবাদিক আমাদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে আমাদের প্রকৃতভাবে কাজ করে যেতে হবে কোন অপসংবাদিকতার স্থান জাতীয় সাংবাদিক সংস্থায় হবে না।

তিনি আরো বলেন সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতার উপর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে শুধু সাংবাদিক নামধারী হলে হবে না সংবাদ লেখা জানতে হবে, এবং প্রকৃত ঘটনাও উদঘাটন করে তারপর সঠিক তথ্য দানের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে তাহলে একজন সাংবাদিকের সাংবাদিকতার সার্থকতা আসবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা-২ (ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধান উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য এম. জি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও সংস্থার উপদেষ্টা মোঃ নূর হাকিম। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রায় এক ঘন্টার একটি প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ নুর হাকিম।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, রেজাউল হাবীব রেজা, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব এম এ আকাশ, লায়ন হেলাল উদ্দিন হিলু, মেছ মাউল আলম মোহন, এ বি এম সোবহান হাওলাদার, মনির হোসেন, সহকারী মহাসচিব শেখ জিললুর রহমান মিলন, আঃ রহমান, শফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, জহিরুল ইসলাম বাবু, সহ-অর্থ সম্পাদক রাসেল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক মিরাজ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সরকার জামাল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা।

উক্ত অনুষ্ঠানে সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী নেতৃবৃন্দ এবং সকল বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংস্থা’র চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ১০১ সদস্য বিশিষ্ট ২০২৩ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষনা করেন। সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আজীমুদ্দিন মোনাজাত পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions