শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
চাঁদপুরে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম আরিফ (২৩) নামে এক যুবককে হত্যায় দায়ের চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জুন) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. ইউনুছের স্ত্রী সাহিদা বেগম (৫৬), ফরিদগঞ্জ বালিথুবা গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে ওমর শরীফ (৩৬), একই উপজেলার সন্তোষপুর গ্রামের ইমান হকের ছেলে কামরুল ইসলাম (৪১) ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার হাসাইল এলাকার হাফিজ উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। হত্যাকাণ্ডের শিকার আমিনুল ইসলাম আরিফ লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে।মামলার বিবরণ থেকে জানা গেছে, আরিফ লক্ষ্মীপুরের বাসিন্দা হলেও রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোরান সিপাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে একই এলাকার বাসিন্দা ইউনুছের মেয়ে পিংকিকে গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন তিনি। এই ঘটনা উভয় পরিবারে জানাজানি হলে পিংকির মা সাহিদা বেগম লোক ভাড়া করে আরিফকে তুলে নিয়ে যান। আরিফ এই খবর তার খালা নীলা বেগমকে জানালে তিনি সাহিদাকে বুঝিয়ে সেখান থেকে আরিফকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর থেকে উভয় পরিবারে শত্রুতা চলতে থাকে। তারই জেরে পিংকির পরিবার পরিকল্পিতভাবে ২০০৮ সালের ৪ মে রাতে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ওমর শরীফ, কামরুল ও সাইফুলকে দিয়ে আরিফকে তার বাসায় গিয়ে চট্টগ্রাম যাওয়ার কথা বলে নিয়ে আসেন। কিন্তু চট্টগ্রাম না নিয়ে তারা চাঁদপুরের ফরিদগঞ্জ বালিথুবা গ্রামে ওমর শরীফের বাড়িতে নিয়ে আরিফকে কুপিয়ে হত্যা করেন।আরিফকে হত্যার পরদিন ৫ মে সকালে আসামি ওমর শরীফ আরিফের মা মনোয়ারা বেগমকে জানান, তার ছেলে মারা গেছেন। বিষয়টি জানতে পেরে আরিফের চাচা তাজুল ইসলাম পাটওয়ারী আত্মীয়-স্বজন নিয়ে ফরিদগঞ্জ হাসপাতালে গিয়ে তার ভাতিজার মরদেহ দেখতে পান। এই ঘটনায় ওইদিনই তাজুল ইসলাম পাটওয়ারী বাদী হয়ে পিংকির মা সাহিদা বেগম, ওমর শরীফ, কামরুল হাসান, সাইফুল ইসলাম, নাছিমা বেগম ও নাছিরকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন সরকারকে। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১২ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি চলাকালে প্রায় দীর্ঘ ১৬ বছরে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি ওমর শরীফ পলাতক ছিলেন। বাকি তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions