শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
এইচএসসিতে জীবননগরের উথলী কলেজে ফল বিপর্যয়

এইচএসসিতে জীবননগরের উথলী কলেজে ফল বিপর্যয়

আমিনুর রহমান নয়ন: সারাদেশে এইচএসসি-২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬শে নভেম্বর ২০২৩ খ্রি.) সকালে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়। পরে ওয়েবসাইট ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। সারাদেশে এবার এইচএসসিতে শতকরা পাসের হার ৭৮ দশমিক ৬৪। এদিকে যশোর বোর্ডের আওতাধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪টি কলেজের ফলাফলের মধ্যে শীর্ষে অবস্থান করছে জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। তবে ফল বিপর্যয় ঘটেছে উথলী ডিগ্রি কলেজে। জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ২৮৫জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ২৩২জন। শতকরা পাসের হার ৮১ দশমিক ৪০। জিপিএ ৫ পেয়েছেন ৩৩ জন। উপজেলার ঐতিহ্যবাহী জীবননগর কলেজ থেকে ৩০৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১৮১ জন। জিপিএ ৫ পেয়েছেন ৮ জন। শতকরা পাসের হার ৫৮ দশমিক ৯৫। এছাড়া আন্দুলবাড়ীয়া কলেজ থেকে ৬৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৪১ জন। কলেজটি থেকে কেউ জিপিএ ৫ পাননি। শতকরা পাসের হার ৬২ দশমিক ১২। উথলী কলেজ থেকে ১৩৪জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাশ করেছেন ৫৯ জন। শতকরা পাসের হার ৪৪ দশমিক ০৩। জিপিএ ৫ পেয়েছেন ৫ জন। তবে আগামী বছর কলেজটি ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেছেন কলেজের শিক্ষকমণ্ডলী। উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। বিভিন্ন কলেজে ফল বিপর্যয়ের কারণে এ বছর যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। তবে ময়মনসিংহ ও দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৪০ দশমিক ৮৮ শতাংশ। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল অনেক ভালো। উভয় বোর্ডেই পাসের হার ৯০ শতাংশের উপরে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions