শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী: এমপি টগর

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী: এমপি টগর

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর পৌরসভা, মনোহরপুর, কেডিকে ও বাঁকা ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী মো. আলী আজগার টগর। এসময় তিনি বলেন, ‘অতীতে অনেক সরকার দেশ পরিচালনা করলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা একমাত্র আওয়ামী লীগ সরকার ভেবেছে। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আপনাদের জীবনযাত্রার মানোন্নয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাগুলো আরও বাড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আগের ছাড়া আরও বাড়ানো হয়েছে। নবজাতক শিশুদের কথা ভেবে সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান শুরু করেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বইখাতা কেনার জন্য এখন মোবাইল ফোনে টাকা চলে আসে। ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আমরা কি কখনো স্বপ্নেও ভেবেছিলাম আমাদের দেশে পানির নিচ দিয়ে টানেল হবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন। ঢাকা শহরে মেট্রোরেল চলছে। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিনন্দন টার্মিনাল নির্মাণ হয়েছে। পদ্মা সেতু নির্মাণ করার আগে অনেকেই কটাক্ষ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে সকল সমালোচনার দাঁতভাঙা জবাব দিয়েছেন। পদ্মা সেতু দিয়ে এখন ট্রেনও চলাচল শুরু করেছে। অতি অল্প সময়ের মধ্যেই আমরা রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারি। প্রতিটি এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনকে বানচাল করতে জামায়াত-বিএনপি এদেশে আবারও জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। গাড়িতে আগুন লাগিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। এসকল কাজ করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবেন এটাই আমার চাওয়া। জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌরমেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌরমেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাাঁন, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions