শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা
অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থ ‘কবিতায় জীবনের গল্প’ ব্যাপক সাড়া ফেলেছে

অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থ ‘কবিতায় জীবনের গল্প’ ব্যাপক সাড়া ফেলেছে

বিশেষ প্রতিনিধি: অমর একুশে বইমেলায় এবার তারুণ্যের ছোঁয়া লেগেছে বিভিন্ন স্টলে।দেখা গেছে অধিকাংশ তরুণ প্রজন্মের লেখক, কবি এবং সাহিত্যিকদের মধ্যে কবিতা লিখতে পছন্দ করেছেন একটু বেশি। এবারের বইমেলায় আসা তরুণ প্রজন্মের কবি, লেখক এবং সাহিত্যিকদের বিভিন্ন বই প্রকাশিত হয়েছে। এদের মধ্যে অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের চকরিয়ার তরুণ কবি এমডি ফরিদুল আলম এর কাব্যগ্রন্থ ‘কবিতায় জীবনের গল্প’ অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে।

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া রাজধানী পাড়ার তরুণ প্রজন্মের লেখক এমডি ফরিদুল আলমের রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতায় জীবনের গল্প’। এটি একটি জীবনমুখী কাব্য গ্রন্থ।

বাস্তবতার নিরিখে লেখা এই কাব্যগ্রন্থে উঠে এসেছে মানুষের যাপিত জীবনের নানান গল্প। মধ্যবিত্তের দিনকাল, বৈশ্বিক সংকট ফিলিস্তিন যুদ্ধ, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, গ্রাম থেকে শহুরে ব্যাচেলর জীবনের নানা দিক, ক্যাম্পাস জীবন, চকরিয়ার কাকারার ঘোড়দৌড় প্রতিযোগিতা, সদ্য নির্মিত কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, গ্রামীণ হালচাষ থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস,সীতাকুণ্ডের ডিপোতে অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক সময়ের নানান রকমের ঘটনা।

উঠে এসেছে সমাজের নানান অসংগতি, নারী অধিকার, নারী পুরুষ শ্রমিকের মজুরি বৈষম্য, পথশিশুর জীবন-যাপন, গ্রামগঞ্জে তামাক চাষ ও আগ্রাসনসহ নানান বিষয়। এর আগে লেখক করোনা এবং রোহিঙ্গার মতো গুরুত্বপূর্ণ ইস্যু বেশকিছু প্রিন্টিং ও অনলাইন পত্রিকায় কলাম লিখেছেন, যা পাঠকমহলে ব্যাপক সাড়া মেলে। তাছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করে আসছেন। কবিতায় জীবনের গল্প বইটি ইতিমধ্যে অমর একুশে বইমেলাসহ দেশে এবং বিদেশে বইপ্রেমিদের কাছে ভীষণ সাড়া ফেলেছে।

কবি এমডি ফরিদুল আলম বলেন, “কবিতায় জীবনের গল্প” কাব্যগ্রন্থটি ২০১৭ সাল থেকে লেখা শুরু করি। আমাদের সমাজের নানান কিছু নিখুঁতভাবে তুলে ধরতেই মূলত বইটি লেখা।নিজের হৃদয় দিয়ে অনুভব করেই প্রতিটি কবিতা সাজানো হয়েছে। বইটিতে তিপ্পান্নটি কবিতা রয়েছে। সব শ্রেণির পাঠকের কথা মাথায় রেখেই কাব্যগ্রন্থটিতে কিছু রোমান্টিক কবিতাও লিখেছি।

কবির সার্বজনীন চিন্তা-চেতনার ফসল এই বইটিতে কবিতার লাইনে বাস্তব হয়ে ফুটে উঠেছে। তাই কবি এমডি ফরিদুল আলম কাব্য গ্রন্থটির নাম দিয়েছেন ‘কবিতায় জীবনের গল্প’। বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান হচ্ছে ‘মহাকাল’।বইটি অমর একুশে বইমেলার স্টল নাম্বার :১৫৩-১৫৪ পাওয়া যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions