মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

৮ মার্চ পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

৮ মার্চ পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

চলমান মারামারির মধ্যে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার (৫ মার্চ) বিকালে অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবে বরাত উপলক্ষে দুইদিনসহ মোট তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি চলবে ৬,৭ ও ৮ মার্চ পর্যন্ত।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জের ধরে কলেজ দুটির শিক্ষার্থীরা রবিবারও মারামারিতে জড়ায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions