চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ এই ইমিগ্রেশন চেকপোস্ট খুলবে আগামী ১২ মার্চ। চাঁপাইনবাবঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন- সোনামসজিদ-মহদীপুর ইমিগ্রেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল ৩টায় তিনি সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এর উদ্বোধন করবেন।
এর আগে একাধিকবার সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সোনামসজিদ ইমিগ্রেশন খুলে দেওয়ায় ভারত সরকার, রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার, এফবিসিসিআইসহ বাংলাদেশ সরকারের সবাইকে অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনামসজিদ রুটে বছরে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াত করেন। এগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের লোকজনকে প্রায় ২৫০ কিলোমিটার পথ ঘুরে যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি লাগছে। সোনামসজিদ চেকপোস্ট চালু হলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদীপুর স্থলবন্দর।
Leave a Reply