চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। ২ শ্রমিককে পিটিয়ে হত্যা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।
রাজশাহীর সুপরাতে পিটিয়ে ২ শ্রমিককে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্দোগে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইমারত শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী সংগঠনের সভাপতি মোঃ শহিদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, নিহত শ্রমিক রাকিবুলের স্ত্রী মোসাঃ সুমি খাতুন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও সিমেন্ট ব্যবসায়ী মোঃ রায়হানুল ইসলাম লুনা, জাসদ নেতা আব্দুল মজিদ।বক্তারা, চাঁপাইনবাবগঞ্জের ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য রাকিবুল ইসলাম ও রেজাউল করিমকে গত ৩ ফেব্রুয়ারী রাজশাহীর সুপরা বিসিক এলাকায় মর্ডান ফুড ইন্ড্রাষ্ট্রির মালিক ও তার সহযোগিরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকান্ড ঘটনায় নেতৃবৃন্দ নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন
Leave a Reply