রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

২১ এর স্মৃতি

২১ এর স্মৃতি

পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার: ২১ এর কবিতাটি যেনো একটি মাইলফলক। কবিতার ভাবার্থ জাগ্রত করে বাংলার মানুষের মনে। কবিতাটি পাঠিয়েছে রূপা আক্তার।

‘একুশের স্মৃতি’- রূপা আক্তার

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার গর্ব
তবু, ভুলে যায় তারে-
ভীন ভাষা পেয়ে
সম্মান করি খর্ব।

বাংলার তরে বাঙালি মোরা
বাংলায় ডাকি বুলি,
পশ্চিমা সব সাংস্কৃতি পেয়ে
ইতিহাস গেছি ভুলি।

বাংলা বাঁচাতে রক্ত দিয়েছে
শত সাবরজ গণ
রাজ-পথে তার পদাঘাত তলে
জীবন করেছে পণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions