সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম:
মেহেরপুরে মাসব্যাপি বুনিয়াতি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ইবির সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক অধ্যাপক জাহিদুল ইসলাম জামায়াত কর্মী কে কুপিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার গাইবান্ধা জেলা জামায়াতের নব নির্বাচিত আমীরের শপথ গ্রহণ – আগামী ২০২৫-২৬ দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে গাংনী উপজেলা প্রেসক্লাবের মিটিং অনুষ্ঠিত বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন মহাসড়কের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হাকিমপুর (হিলি) ছাত্র সংসদের নেতৃত্বে আব্দুল্লাহ-অনিক অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সুবর্ণজয়ন্তী উৎসব ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: প্রতিমন্ত্রী পলক

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: প্রতিমন্ত্রী পলক

মোঃ মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে। এর ভিত্তি হচ্ছে-স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট সমাজ ব্যবস্থা। আজকের তরুণ প্রজন্মকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে, স্মার্ট হতে হবে। এই দক্ষতা অর্জনের প্রয়োজনীয় সকল প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে সরকার। সরকারের এসব সুযোগ গ্রহন করে আজকের তরুণ প্রজন্মকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। এই প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে আসীন হবে।

প্রতিমন্ত্রী আজ নাটোরের সিংড়াতে ছয়তলা ভিতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, ছয়তলা ভিতবিশিষ্ট তিনতলা ডরমেটরি ভবন এবং প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল কোয়ার্টারসহ দেড় একর জায়গার উপরে অবকাঠামো উন্নয়নসহ সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গণপূর্ত বিভাগ ৩৪ কোটি টাকা ব্যয়ে নতুন এই প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। পলক বলেন ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের অধীনে ৫৩ হাজার ফ্রিল্যান্সার তৈরী করা হয়েছে। দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার ঘরে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন।

সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ছয়টি ট্রেডে প্রতিবছর এক হাজার ২০০ শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ হয়ে উঠবেন। বিদেশে যেতে ইচ্ছুকদের ওরিয়েন্টেশনও প্রদান করা হবে এই কেন্দ্রে। এছাড়া প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে সিংড়াতে ১৫ একর জায়গার উপরে নির্মিতব্য এবং নির্মিত ডিজিটাল সিটির চারটি স্থাপনায় আগামী পাঁচ থেকে দশ বছরে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী পলক।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সাইফুল হক চৌধুরী, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions