সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
১৪ বছর পর স্থানীয় পাবনায় বিএনপির অভ্যন্তরিন কোন্দল নিরসন

১৪ বছর পর স্থানীয় পাবনায় বিএনপির অভ্যন্তরিন কোন্দল নিরসন

পাবনায় ১৪ বছর পর স্থানীয় বিএনপির অভ্যন্তরিন কোন্দল নিরসন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বিএনপিরচেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনাজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপিকে সাগরে ডুবে মরলে ১৪ বছর ক্ষমতা থাকার পরও নিশী রাতের ভোটের স্বৈরাচার হাসিনা সরকারের আওয়ামীলীগ মাছেরপেটে লুকিয়েও বাঁচতে পারবে না। কারণ
শুক্রবার(৩ফেব্রুয়ারি)বিকেলে ঈশ্বরদীর পশ্চিমটেংরী বাদ্রার্স ক্লাব সংলগ্ন ঈদগা মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে হাবিব এসব কথা বলেন।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্যকালে হাবিব আরও বলেন, ঈশ্বরদী বিএনপির মত বিনিময় সভা থেকে ভোটচোর নিশী রাতের হাসিনা সরকারকে বার্তা দিতে চাইযে সারা বাংলাদেশে বিএনপির নেতা-কর্মীরা এই সরকারকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হচ্ছে।
হাবিব বলেন, এই স্বৈরাচারভোটচোর হাসিনা সরকার বিগত ১৪ বছর ক্ষমতায় রয়েছে। শুধু লুটপাট করেছে। গ্যাস উত্তোলন করেনি। শিল্পকারখানায় গ্যাস দিতে পারছে না। বিদ্যুৎ উৎপাদন করেনি। যার কারণে বিদ্যুতের দামবেড়েছে। এই সরকার শুধু ইভিএমকেনার নামে ৪ হাজারকোটি টাকা হরিলুট করেছে। ইভিএমের মতোমেগা প্রজেক্টথেকে ৯ হাজারকোটি টাকা লুট করেছে। অথচ মাত্র ২কোটি টাকার মিথ্যা মামলায়বেগম খালেদা জিয়াকেজেলে বন্ধি করে রাখা হয়েছে।
হাবিব আরও বলেন, এই সরকার ঈশ্বরদী বিএনপির ৪৭জননেতা কর্মীকে  মিথ্যা মামলার ফরমায়েসি রায়ে ১০ ফাঁসি, ১৩ জনের যাবতজীবন ও বাকিদের ১০ বছরের করে সাজা দিয়েজেলের অন্ধকারে রাখা হয়েছে। ঈশ্বরদী বিএনপি ঐক্যবদ্ধভাবে বন্দি সকলনেতাদের মুক্তি আন্দোলনে কাজ করবে।
সভায় বিএনপিনেতা আবু ওবায়েদশেখ তুহিন, নুরমোহাম্মাদ বগা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব অধ্যাপক আজমলহোসেন সুজন, আমিনুল ইসলাম স্বপন, সামসুজ্জোহা পিপলু, যুবদলনেতা জাকিরহোসেন জুয়েল,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনামনি,স্বেচ্ছাসেবক দলের নেতামেহেদী হাসান, তহিদুল ইসলাম তুহিনসহ সহাস্রাধিক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
সভাশেষে ১৯৯৪ সালে ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কারাবন্দি থাকা অবস্থায় মৃত্যু বরণকারী বিএনপিনেতার বাড়িতে গিয়ে খোঁজ খবরনেন হাবিবুর রহমান হাবিব।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর ধরে দলীয় অভ্যন্তরিণ কোন্দল নিরসনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions