বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে টাইগার বোলারদের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে জেসন রয় ও ফিল সল্ট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয় কিছুটা দেখেশুনে খেললেও মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন আরেক ওপেনার ফিল সল্ট।
নবম ওভারে সাকিব আল হাসান ভাঙেন ৫৪ বলে ৫৪ রানের মারকুটে ওপেনিং জুটি। ২৫ বলে ৩৫ করে কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন সল্ট। এরপরের ওভারে এবাদত হোসেন হানেন আঘাত। মিডঅনে মাহমুদউল্লাহর হাতেই ক্যাচ দেন মালান (০)।
পরে আর সেভাবে বড় জুটি গড়তে পারেনি ইংল্যান্ডের কেউই।
ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেট নেওয়ার পথে ব্যাটে-বলে দুর্দান্ত এক দিন কাটিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ৭৫ রানের পর নিয়েছেন ৪ উইকেট।
এ জয়ে ২০১৪ সালের পর দেশের মাটিতে প্রথমবার ধবলধোলাই হওয়া আটকেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে এ নিয়ে পঞ্চমবার ওয়ানডেতে হারালো বাংলাদেশ, সর্বশেষ জয়টি এসেছিল ২০১৬ সালে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৩.১ ওভারে ১৯৬ (বাংলাদেশ ২৪৬)।
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৪৬ (তামিম ১১, লিটন ০, শান্ত ৫৩, মুশফিক ৭০, সাকিব ৭৫, মাহমুদউল্লাহ ৮, আফিফ ১৫, মিরাজ ৫, তাইজুল ২, ইবাদত ১*, মুস্তাফিজ ০; কারান ৮-১-৫১-২, ওকস ৮-০-২৭-১, আর্চার ৮.৫-১-৩৫-৩, মইন ৯-০-৪৮-০, রেহান ১০-০-৬২-১, রশিদ ৫-০-২১-২)।
Leave a Reply