মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

হিলি বন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে

হিলি বন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। টনপ্রতি আমদানি করা পেঁয়াজের দাম কমেছে ৪ থেকে ৫ হাজার টাকা। এতে খুশি পাইকার ও খুচরা ক্রেতারা। তবে বন্দরে ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারকরা।

দেশের বাজারে পেঁয়াজের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। এলসি না পাওয়াসহ নানা জটিলতায় মাসখানেক আগেও হিলি বন্দরে পেঁয়াজের আমদানি কম ছিল। তবে রমজান সামনে রেখে ব্যাংকগুলো এলসি শিথিল করায় এ বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি।

প্রতিদিন বন্দর দিয়ে ভারতীয় ট্রাকে দেশে আসছে নাসিক, পাটনা, গুজরাট, ইন্দ্রোসহ বিভিন্ন জাতের পেঁয়াজ। এর সুফল মিলেছে বাজারে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের প্রতি কেজিতে দাম কমেছে ৪ থেকে ৬ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে।

ব্যবসায়ীরা বলছেন, এ সপ্তাহে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমেছে। প্রতি গাড়িতে দাম কমেছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এতে ব্যবসা করে লাভ করা যাবে।

তবে আমদানিকারকরা বলছেন, ভারত থেকে আমদানির পাশাপাশি দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে ভারতীয় পেঁয়াজের চাহিদা। তাই পাইকারি বাজারে ক্রেতা না থাকায় বিপাকে তারা।

আমদানিকারক মতিউর রহমান লাবু বলেন, ভোক্তা পর্যায়ে বাজারে চাহিদা তেমন একটা নেই। এতে বাজারে পেঁয়াজের দাম কম রয়েছে।

আর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন বলেন, চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত পরিমাণে আছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। সঙ্গে বেড়েছে ভারত থেকে আমদানির পরিমাণ। এতে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে হিলি বন্দর দিয়ে ভারতীয় ১২০ ট্রাকে ৩ হাজার ৪০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions