হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তাজিমুজ্জামান ফারছু মিয়া (২২)।
চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply