মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

হবিগঞ্জে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরের মোহনপুর ঘোষপাড়া এলাকার একটি বাসা থেকে নিপা তালুকদার নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি ‘চিরকুট’ উদ্ধার করা হয়। যাতে লেখা রয়েছে- ‘আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমি পারিনি, তাই নিজে নিজে এই পথ বেঁচে নিলাম। আমাকে ক্ষমা করে দিও এবং তোমরা আমার জন্য দোয়া করো।’

রবিবার (১২ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিপা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের শ্যামল তালুকদারের মেয়ে। তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফয়েজ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম জানান, শহরের মোহনপুর ঘোষপাড়া এলাকার নিম্বর আলীর বাসার নিচতলায় কয়েকজন নারীর সঙ্গে বসবাস করতেন নিপা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিপা আসলে আত্মহত্যা করেছে কি না তা এখনও স্পষ্ট নয়। ঝুলানো অবস্থায় তার পা দুটি খাটের ওপর লেগে থাকায় মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। কেউ বলছে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কেউ বলছে আত্মহত্যা করেছে।

তবে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও চিরকুটটি তার হাতের লেখা কি না তা জানতেও কাজ করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions