শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বৈঠক মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ার সবুজ গুমের ঘটনায় ৯ বছর পর মামলা। ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন
হত্যা মামলায় কৃষকলীগ সভাপতি আতিয়ারসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় কৃষকলীগ সভাপতি আতিয়ারসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের এনামুল হক নইলু হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান সহ ৮ জনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অন্য আসামীরা হলেন,ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড পল্লব ভট্টাচার্য জানান- ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলু নামের এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত এনামুল হক নইলুর ভাই ইউপি সদস্য আজমাইল হোসেন টুটুল বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষী জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামীদের বিরদ্ধে এই রায় প্রদান করেন।

মামলায় রাষ্টপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষে এ্যাড. একেএম শফিকুল আলম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মামলায় ১৫ জন সাক্ষী গ্রহণ করে বিচারক এ রায় দেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার এসআই মাহাতাব উদ্দিন এবং পরবর্তীতে সিআইডির এসআই হাসান ইমাম দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য : ২০২১ সালের ৮ নভেম্বর সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মধ্যে ইউপি সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল ভোট চাইতে গেলে প্রতিপক্ষরা আজমাইন হোসেন টুটুলের কর্মী ও মামাতো দুইভাই জাহারুল ইসলাম ও তার ভাই সাহাদুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতদের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে আতিয়ার রহমানকে ১ নং আসামী করে ৬৬ জনের নামে মামলা দায়ের করে। মামলা নং ০৯। তাং ০৯.১১.২০২১ ইং। মামলাটি চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions