শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
সৈয়দপুরে আবাসন প্রকল্পে একটি ঘরের স্বপ্নে বিভোর স্বামীহারা গৃহহীন অসহায় অন্তরা 

সৈয়দপুরে আবাসন প্রকল্পে একটি ঘরের স্বপ্নে বিভোর স্বামীহারা গৃহহীন অসহায় অন্তরা 

ওবায়দুল ইসলাম, নীলফামারী: অন্তরা খাতুন। বয়স প্রায় ৩০ বছর। বাবা মরহুম মজিবর রহমান, মাতা মরহুমা রাজিয়া খাতুন। বাড়ী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধুপিপাড়ায়। সহজ সরল ছিল অন্তরা। স্বপ্ন ছিল বাবার অভাবের সংসারে থেকেও সে লেখা পড়া করে অনেক বড় হবে। মানুষের মত মানুষ হয়ে অন্যের সেবা করবে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তার সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সে নিজেই এক জন মুসলিম হয়ে প্রেমে পড়ে যায় একই উপজেলার মোজাফর নগর এলাকার এক সনাতন ধর্মীয় ছেলে লীজ ঘোষের সাথে। এক পর্যায় ওই সনাতন ধর্মীয় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। নাম রাখে নুরুল ইসলাম। পরে বিয়ে করে অন্তরাকে। এরপর স্ত্রীকে নিয়ে চলে আসে সৈয়দপুর শহরে। এ শহরের নিয়ামতপুর এলাকার জুম্মাপাড়ায় নেন বাসা ভাড়া। পেশায় জড়িত হয় কাঠমিস্ত্রীর। এভাবে তাদের সংসার বেশ ভালোই চলতো। এরই মধ্যে তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম রাখে প্রীতি আক্তার মীম। এর দুই বছর পর আবার এক পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখে আজিজুল ইসলাম। বর্তমানে কাকনের বয়স চলছে ৯ বছর আর আজিজুলের বয়স ৬ বছর। এভাবে চলে যায় বেশ কয়েক বছর। এরই মধ্যে সংসারে শুরু হয় অশান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় লেগে থাকতো অযথা ঝগড়া। এক সময় স্বামী নুরুল ইসলাম কাজের কথা বলে স্ত্রী সন্তান ভাড়া বাসায় ফেলে চলে যায় নারায়নগঞ্জে। সেখানে যাওয়ার পর বেশ কয়েক বছর টাকা পাঠাতো স্ত্রীকে। খোঁজখবর নিতো সন্তানের। কিন্তু হঠাৎ করে সে আর কোন টাকা পাঠায় না স্ত্রীকে। এমনকি স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর অসহায় স্ত্রী নারায়নগঞ্জে গিয়ে অনেক খুজাখুজি করেও সন্ধান পাননি স্বামীর। এ যেন চোখের জলে মুছে গেল অন্ধ প্রেম। স্বামীকে না পেয়ে ফিরে এলেন সৈয়দপুরে। দুই সন্তান নিয়ে যেন মাথায় তার আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা হল। নেই নিজের মাথা গোজার একটু ঠাঁই। ভাড়া বাসায় থেকে কিভাবে ভাড়া দেবে। কি করবে সে। শিশু সন্তান দুটিকে কেমন করে মানুষ করবে। এ চিন্তা তাকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দুই সন্তানের ভবিয্যৎ নিয়ে মা অন্তরা এখন স্বপ্নে বিভোর। নিজের থাকার একটুকু চাল না থাকলেও মা স্বপ্ন দেখেন সন্তানদের ভবিয্যৎ নিয়ে। তবে মমতাময়ী মা অন্তরা কি পারবে সন্তানদের লেখাপড়া করাতে। যার নিজের কোন মাথা গোজার ঠাঁই নেই। সে কি করে মানুষ করবে সন্তানকে। এ চিন্তাও তাকে সর্বদা কুঁড়ে কুঁড়ে খায়। এদিকে স্বামী বেঁচে আছে কি নেই তাও জানে না সে। বর্তমানে অন্যের একটি দোকানে কাজ করে যা পায় তা দিয়ে খেয়ে না খেয়ে কোন মতে বেঁচে আছে সন্তানসহ। অন্তরার সাথে কথা হলে জানায়, এ মুহুর্তে আমার মাথা গুজার একটা ঘর খুবই প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী অসহায়দের পাকা ঘর উপহার দিচ্ছেন। তাই আমাকেও যদি একটি ঘর দিতেন তা হলে দুই শিশু সন্তানকে নিয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম। তাই সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি ঘরের জন্য আবেদন করেছি। যদি একটি ঘর আমাকে দেয়া হয় তাহলে আমার মত অসহায় নারীর কষ্ট লাঘব হত। তবে অন্তরার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই মমতাময়ী মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে একটি মাথা গুজার ঠাঁই করে দেবেন। এ স্বপ্নে সে এখন বিভোর। অন্তরার বড় মেয়ে মীম চতুর্থ শ্রেণীতে পড়ে আর ছোট ছেলে আজিজুল কেবল স্কুলে যেতে শুরু করেছে। তিনি যে করেই হোক তাদের পড়াশোনা চালিয়ে যেতে যান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নিজের সকল কষ্ট লাঘব করতে চান। তবে আর্থিক দৈন্যদশায় আজ তাদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions