সৌদি প্রো লীগে শুরুটা ভালো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ছন্দহীন পারফরম্যান্সে হন বেশ সমালোচিত। দুঃসময় পেছনে ঠেলে পর্তুগিজ সুপারস্টার রয়েছেন দারুণ ছন্দে। ফেব্রুয়ারিতে আল নাসরের খেলা শেষ তিন ম্যাচে দুই হ্যাটট্রিক করেন রোনালদো। নৈপুণ্য দেখিয়ে সৌ প্রো লীগে ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হন সিআরসেভেন। সেরার স্বীকৃতি হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন রোনালদো।
শুক্রবার প্রো লীগের ম্যাচে আল বাতিন এফসিকে ৩-১ গোলে হারায় আল নাসর এফসি। সেই ম্যাচের পর রোনালদোর হাতে তুলে দেয়া হয় ফেব্রুয়ারি মাসের সেরার পুরস্কার। আর শনিবার রাতে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনালদো লিখেন, ‘সৌদি প্রো লীগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! আল নাসরের অংশ হতে পেরে গর্বিত আমি।’
গত ২২শে জানুয়ারি আল নাসরের জার্সিতে সৌদি প্রো লীগে অভিষেক হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গত ৩রা ফেব্রুয়ারি প্রো লীগে নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম গোল পান পর্তুগাল অধিনায়ক।
ফেব্রুয়ারিতে দুটি হ্যাটট্রিক করা রোনালদো প্রো লীগে গোল করেন আটটি। সতীর্থদের দিয়ে করান দু’টি গোল। গত ১লা মার্চ রোনালদোর সেরা হওয়ার খবর নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে আল নাসর এফসি। সেখানে লেখা হয়, ‘কি অসাধারণ শুরু! সৌদি প্রো লীগে ফেব্রুয়াইর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হলেন রোনালদো। আল নাসর এফসির সঙ্গে তার প্রথম মাস এটি।’
চলতি মৌসুমে ৮ গোল নিয়ে সৌদি প্রো লীগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ১৩ গোল করে শীর্ষে তারই ক্লাব সতীর্থ তালিস্কা।
Leave a Reply