সেনাবাহিনীর অভিযানে লালপুরে গাঁজাসহ নারী আটক
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজার গাছ ও প্রায় ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম চম্পা বেগম।
২৩ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে বেশ কিছু গাঁজার গাছ ও গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন। সেনাবাহিনীর এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে।
আটককৃতকে পরবর্তীতে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply