সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার-
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১ নং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবু (৫৫) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯ ঘটিকার দিকে বামনডাঙ্গা রেল স্টেশন এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শমেস উদ্দীন বাবু ১ নং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন- গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগষ্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগষ্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ও স্বেচ্ছায় অব্যহতি নিয়ে একটি ঘোষণা পত্রে স্বাক্ষর করেন তিনি ।
আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতিক নৌকা মার্কায় ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান তিনি।
Leave a Reply